সূরা দুটির নাম কিঃ সূরা কাসাস এবং আরেকটি সূরার নাম হচ্ছে সূরা তোহা কুরআনে এই দুটি সূরার মধ্যে ফেরাউন এবং মুসা আঃ এর জীবনের ইতিহাস তোলে ধরা হয়েছে।
মুসা আ এর ঘটনা
ফেরাউন যে বছর মারার কথা সেই বছর জন্মগ্রহণ করলেন মুসা আঃ তারপর মুসা আঃ এর মা খুবই হতাশ যে তার সন্তানকে হত্যা করবে আল্লাহ তায়ালা কুরআনের মধ্যে সূরা কাসাস কুরআনে দুটি সূরার মধ্যে ফেরাউন এবং মুসার কাহিনী রয়েছে একটি সূরা হচ্ছে সূরা তোহা এখানে সুন্দরভাবে ধারবাহিকভাবে ঘটনা দেওয়া আছে এর পরবর্তী সূরা হচ্ছে সূরা কাসাস বাংলা অর্থসহ পড়লে সকল ইতিহাস পাবেন। মুসা আঃ মায়ের অবস্থা খুব সংকটে ছিলেন যার কারণে তিনি সব সময় চিন্তায় ও থাকতেন আল্লাহ তায়ালা বলছেন আমি তার কলবে ইলহাম করলাম ইলহাম মানে হচ্ছে একটি যে মনের মধ্যে সান্তনা বা মনকে বোঝার মতো একটি বাক্য।
মুসা আঃ এর মোজেজা
তার মায়ের কলবের আল্লাহ তায়ালা ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানকে সিন্দুকে ঢুকিয়ে ভাসিয়ে দাও নীলনদে এখন তার মায়ের কলব হৃদয় জটপট করতেছে এবং তিনি দুঃখ পাচ্ছেন কোনো মায়ে তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে চাইবে না। যদি না আল্লাহ যদি না আমি আল্লাহ হৃদয় শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়বে আল্লাহ পাক তার হৃদয়কে শক্ত করলেন সে বিচলিত হলো না এবার সন্তান ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করত ফেরাউন এর স্ত্রী আছিয়া রাঃ মুসা আঃ কে আল্লাহ পাক বলেছেন যে মুসা আঃ চেহারার মধ্যে ভালোবাসা ডেলে দিয়েছেন।
ফেরাউন কত বছর বেঁচে ছিল
তার চেহারা যে দেখত সে থাকে ভালোবাসত ভালোবাসা ডেলে দিয়েছেন এবার ফেরাউনের স্ত্রী আছিয়া কিংবা অন্য একজন তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা বাসায় রেখে দেই হয়ত বা সে আমাদের উপকারে আসতে পারে। অথবা থাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি থাকে হত্যা করো না ফেরাউন তার স্ত্রীর কথা শুনলেন যে মুসা কে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে।
মুসা আঃ এর বিবাহ
ফেরাউনের বাসায় মুসা আঃ ফেরাউনের বাসায় মুসা আঃ নীলনদ থেকে ভেসে যাওয়ার সময় আছিয়া আঃ তিনি হলেন ফেরাউনের স্ত্রী যখন ফেরাউনের ঘরে প্রবেশ করেন মুসা আঃ তখন ফেরাউন মুসা আঃ কে লালন পালন করতে লাগলেন। এবার মুসা আঃ যখন যুবক হলেন একদিন দেখলেন রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছেন সূরা কাসাস এর মধ্যে আছে একজন ব্যক্তি হচ্ছেন বনি ইজরাইল এর আরেকজন হচ্ছে ফেরাউনের। মুসা আঃ কার পক্ষ নিবেন তিনি বনি ইজরাইল এর পক্ষ নিলেন তিনি গিয়ে থাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং একটি গুসি মেরেছেন একটি গুসিতে সেই ব্যক্তি মারা গেল।
সূরা মুসা
এটা কুরআনে আছে সূরা কাসাস এর মধ্যে মানুষের শরীরে এমন এমন জায়গা আছে একটি গুসি মারলে মানুষ মারা যেতে পারে। পরের দিন মুসা আঃ আবার দেখলেন যে ব্যক্তিকে বাঁচালেন সেই ব্যক্তি এবং আরেকজন ফেরাউন সেনাবাহিনীর লোক মারামারি করছে এবার মুসা আঃ বলেন তুমি বোকা মানুষ এবার আবার রাগে গুসি মারতে গিয়ে ঠিক ওই সময় আরেকজন ব্যক্তি বলেন গতকাল তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছ আজকে আবার টুমি এই কাজ করতে যাচ্ছ তুমি এখানে কি ধরণের এ আচরণ করছ ইটা ঠিক না।