শিক্ষা সফরে যাওয়ার অনুমতি জন্য আবেদন । সাহিত্য মহল
বরাবর,
প্রধান শিক্ষক,
নুরপুর উচ্চ বিদ্যালয়,
কুমিল্লা।
বিষয়ঃ শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বিদ্যালয় থেকে দীঘদিন ধরি কোনো শিক্ষাসফরে যাওয়া হয় নি। তাই আমরা যাচ্ছি আমাদের নবম শ্রেণির সকল ছাত্র ছাত্রী শিক্ষাসফরে যাওয়ার খুব বেশি ইচ্ছে আছে আমাদের। পরীক্ষার চাপে আমরা কোথায় বেড়াতে যাওয়া হয় নি আমাদের। নবম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাসফরে তারা জাদুঘর থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাতীয় ঐতিহ্য সংস্কৃতি তারা দেখার সুযোগ লাভ করবে। শিক্ষাসফরে গেলে ছাত্র ছাত্রীর মেধার মধ্যে মান বাড়বে। পড়ালেখার যে চাপ সৃষ্টি হয় সেই চাপ থাকি কিছুটা হলেও তারা মুক্তি লাভ করবে। আমরা শিক্ষাসফরে যাওয়ার জন্য আমাদের পরিবার থেকে অনুমতি নিয়েছি তারা আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি গ্রহণ করেছেন। এবং শুধু আপনারাই স্যার আমাদের এই শিক্ষাসফরের যাওয়ার অনুমতি দিলে শিক্ষাসফরে যাওয়া আমাদের জন্য সফল হবে। তার জন্য প্রত্যেক শিক্ষার্থী কাছ থেকে টাকা সহ যাবতীয় পরিকল্পনা আমরা তৈরি করব।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, শিক্ষাসফরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে এবং সহযোগিতা আপনাদের শিক্ষার্থীদের করলে আপনার কাছে চিরঋণী থাকব।
নিবেদক
নবম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
মোঃ ইমন তালুকদার
Read More: করোনার পরিস্থিতির জন্য বেতন মওকুফের আবেদন।