তারিখ :২৭.১০.২০২১
বরাবর,
প্রধান শিক্ষক,
ধলপুর উচ্চ বিদ্যালয়।
সিলেট,
বিষয় : করোনার পরিস্থিতির জন্য বেতন মওকুফের আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। করোনা ভাইরাস সংক্রমণের জন্য আমার বেতন পরিশোধ করতে পারিনি।আমার বাবা একজন সাধারণ কৃষক। যা কিনা সংসারের খরচ পড়াশোনার খরচ চালানো মোটেও সম্ভব নয়। করোনা ভাইরাস মহামারীর কারণে আমার বাবার পক্ষে কৃষি কাজ ও করা সম্ভব হয় নি। এর ফলে করোনা পরিস্থিতি শিকার হয়ে বাবার পক্ষে বেতন দেওয়া সম্ভব হয় নি। আমাদের পরিবারে সদস্য সংখ্যা আট জন। করোনা পরিস্থিতি এই করোনা ভাইরাস আমাদের একমাত্র সমস্যা। যা কিনা আমাদের বেঁচে থাকাটা ও অসম্ভব ছিল।
অতএব, আপনার নিকট আমার আবেদন, উক্ত করোনা পরিস্থিতি এই মহামারী কথা বিবেচনা করে বেতন মওকুফ করলে আপনার কাছে চির ঋণী থাকব।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
মো: পারভেজ ইসলাম
রোল: ২
শ্রেণি: দশম