সুভাষিণী ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - সুভাষিণী



সুভাষিণী ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - সুভাষিণী


সুভাষিণী
সাদ আক্কাছ মিঞা



প্রিয় 'সুভাষিণী'

আজকাল শরীরটা ভাল যাচ্ছে না

চোখে তন্দ্রা নেই

দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি 

সুখের পাখিরা

সব দূরে সরে যাচ্ছে।


জানি!

তুমিও ভাল নেই


তোমার শরীরটাও খারাপ যাচ্ছে 

শোনেছি 'মা'র অসূখ খুব বেড়েছে

বাবা'তো অনেক দিন ধরে অসুস্থ।

আজকাল প্রায়ই শুনি 

তোমাকে ডাক্তার দেখানো লাগে।

তাহলে তুমিও কি?

স্বপ্ন দেখো,

ঐ পারের

অনন্ত ঘুমের।


বড় ছেলেটাও আজকাল কথা শোনেনা

শোনবেইবা কি করে!

এতটুকু বয়সে সংসারের হাল ধরেছে

না পারছে নিজের জন্য কিছু করতে,না পারছে সংসার চালাতে।


তারইবা কি দোষ;

সবই নিয়তির খেলা!



এমাসের মাহিনাগুলো সব পাঠিয়ে দিলাম।

আব্বু আম্মুকে কিছু টাকা দিও

ভালমন্দ খাবার দিও

তোমার পাশাপাশি তাদেরও যত্ন নিও।

ছোট মেয়েকে আগলে রাখিও তোমার বুকে

আমার অভাব বুঝতে দিও না।


মধ্যবিত্ত পরিবারে ভালবাসাটাই আলাদা,

এখানে অর্থ নেই 

আছে সহনশীলতা ও দায়িত্বশীলতা।

এখানে; যারা সুভাষিণী বঁধু হয়ে লাল শাড়িতে আসে

স্বপ্ন থাকে সাদা কাপড়ে পারি দিবে অনন্তের পারে,,,


(এই কবিতাটি আমার প্রিয়তমাকে উৎসর্গ করলাম)


১০|০৩|২০২০ইং

Post a Comment

0 Comments