উপেক্ষিত ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - উপেক্ষিত
উপেক্ষিতসাদ আক্কাছ মিঞা
এ শহরে,
মিথ্যে গল্পের কাল্পনিক
নায়িকাও ভাইরাল হয়!
অথচ;
গল্পের রূপকার নায়ক হয়েও
ভাইরাল হয় না!
এ শহরে,
মিথ্যে অজুহাতে গুরুদণ্ড হলেও
দণ্ড বাকী থাকে!
অথচ;
সত্য অভিযোগ উপহাসের
খোরাক হয়!
এ শহরে,
কবিতার অনশন হলেও কবিরা
কবিতা প্রণয়ে সুশ্রী চায়!
অথচ;
তারাই বড় উপেক্ষিত!
সেনবাগ,নোয়াখালী।
১২\০৩\২০১৭ইং