বাংলা সাহিত্যের ইতিহাস ২০১৩ সালের পরিক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। অনার্স ২য় বর্ষ, বাংলা বিভাগ ; জাতীয় বিশ্ব বিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগে বাংলা সাহিত্যের ইতিহাস -১ ২০১৩ পরিক্ষায় আসা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুসারে প্রাচীন যুগের কালসীমা নির্দেশ কর।
উত্তর : ৬৫০ - ১২০০ শতাব্দী।
২. হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত চর্যার পুঁথিতে কয়টি পদ পাওয়া গেছে?
উত্তর : সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
৩. 'শূন্যপুরাণ' কী?
উত্তর : ধর্মীয় তত্ত্বের গ্রন্থ-গদ্যপদ্য মিশ্রিত চম্মুকাব্য।
৪. কোন কবি 'মৈথিল কোকিল' নামে খ্যাত?
উত্তর : কবি বিদ্যাপতি।
৫. শ্রীচৈতন্যদেবের জীবনী নিয়ে রচিত জীবনী সাহিত্যের একজন কবির নাম লেখ?
উত্তর : বৃন্দাবন দাস।
৬. 'পরাগলী মহাভারত' কে রচনা করেন?
উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।
৭. কবি মুকুন্দরাম চক্রবর্তী কী উপাধি পেয়েছিলেন?
উত্তর : কবি কঙ্কণ।
৮. বাংলা রামায়ণের প্রথম অনুবাদক কে?
উত্তর : কবি কৃত্তিবাস ওঝা।
৯. কোরেশী মাগন ঠাকুর রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : চন্দ্রাবতী।
১০. 'মহুয়া' পালার নায়ক কে?
উত্তর : নদের চাঁদ।
১১. দোভাষী পুথি সাহিত্যের রচিয়তাগণ কী নামে পরিচিত?
উত্তর : শায়ের নামে।
১২. মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।