বাংলা সাহিত্যের ইতিহাস ২০১২ সালের পরিক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। অনার্স ২য় বর্ষ, বাংলা বিভাগ ; জাতীয় বিশ্ব বিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগে বাংলা সাহিত্যের ইতিহাস -১ ২০১২ পরিক্ষায় আসা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর : ১৯০৭ সালে আবিষ্কৃত হয়।
২. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন?
উত্তর : বসন্ত রঞ্জন রায় বিদ্বদ্বলভ আবিষ্কার করেন।
৩. ব্রজবুলির প্রধান কবি কে?
উত্তর : বিদ্যাপতি।
৪. ধর্মঠাকুরের পূজা প্রচলিত ছিল কোন অঞ্চলে?
উত্তর : রাঢ়দেশ। অর্থাৎ বর্তমান বর্ধমানের মঙ্গলকোট এলাকা।
৫. নওয়াজিস খানের 'গুলে বকাওলী' কত শতকের রচনা?
উত্তর : সতের শতকের রচনা।
৬. 'চৈতন্যভাগবৎ' কে রচনা করেন?
উত্তর : বৃন্দাবন দাস।
৭. 'মহাভারতের' প্রথম অনুবাদক কে?
উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।
৮. 'চন্ডীমঙ্গল' কাব্য কে রচনা করেন?
উত্তর : ষোল শতকের কবি মুকুন্দরাম চক্রবর্তী।
৯. 'মৈমনসিংহ গীতিকা'র একটি পালার নাম লেখ।
উত্তর : মহুয়া পালা।
১০. আলাওলের 'পদ্মাবতী' কোন কাব্যগ্রন্থের অনুবাদ?
উত্তর : মালিক মুহম্মদ জায়সির 'পদুমাবৎ' কাব্য গ্রন্থের অনুবাদ।
১১. চন্দ্রাবতী কে?
উত্তর : মনসামঙ্গল রচিয়তা দ্বিজবংশীর কন্যা চন্দ্রাবতী, তিনি রামায়ণ অনুবাদ করেন।
১২. কৃত্তিবাস ওঝা কে?
উত্তর : বাল্মিকী রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক।