বাংলা সাহিত্যের ইতিহাস ২০১১ সালের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা সাহিত্যের ইতিহাস ২০১১ সালের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। জাতীয় বিশ্ববিদ্যালয়




বাংলা সাহিত্যের ইতিহাস ২০১১ সালের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। অনার্স ২য় বর্ষ বাংলা বিভাগ। বিষয় কোড - ১০৬২। জাতীয় বিশ্ববিদ্যালয়


১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনাকাল কত?

উত্তর : ৬৫০ - ১২০০ খ্রিস্টাব্দ।


২. চর্যাপদ কে আবিষ্কার করেন?

উত্তর : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।


৩. চর্যাপদের পদকর্তা কতজন?

উত্তর : চর্যাপদের পদকর্তা ড. শহীদুল্লাহর মতে ২৩ জন এবং ড. সুকুমার সেনের মতে ২৪ জন।


৪. জয়দেবের রচিত গ্রন্থের নাম কী?

উত্তর : গীতগোবিন্দ।


৫. চর্যার প্রাপ্ত পুঁথিতে কয়টি পদ পাওয়া গেছে?

উত্তর : সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।


৬. 'শূণ্যপুরাণ' কে রচনা করেন?

উত্তর : রামাইপন্ডিত।


৭. বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা নির্দেশ কর?

উত্তর : ১৩৪২ সালে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে বাংলার ইতিহাসে সুলতানি আমল সূচনা লাভ করে। এর কালসীমা ১৩৪২ - ১৫৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।


৮. শ্রীকৃষ্ণবিজয় কাব্য রচনা করে মালাধর বসু কী উপাধি পেয়েছিলেন?

উত্তর : গুণরাজ খাঁ উপাধি।


৯. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?

উত্তর : পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছে কাঁকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের গোয়াল ঘর হতে আবিষ্কৃত হয়েছে।


১০. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কয় খন্ডে বিভক্ত?

উত্তর : ১৩ টি খন্ডে বিভক্ত।


১১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধা কোন দেবীর অবতার?

উত্তর : লক্ষ্মী দেবীর অবতার।


১২. শ্রীচৈতন্যদেব কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি।


১৩. কবীন্দ্র পরমেশ্বর কোন গ্রন্থ বাংলায় অনুবাদ করেন?

উত্তর : মহাভারত গ্রন্থ।


১৪. নাথ ধর্মের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মীননাথ।


১৫. বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবীর নাম কী?

উত্তর : শাহ মুহম্মদ সগীর।


১৬. দৌরত উজির বাহরাম খাঁন কোন বিদেশি কবির কাব্য থেকে 'লাইলী-মজনু' কাব্যটি অনুবাদ করেন?

উত্তর : পারসি কবি আব্দুর রহমান জামিরের 'লাইলি-মজনু' কাব্য থেকে অনুবাদ করেন।


১৭. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?

উত্তর : শোক বা আহাজারি।


১৮. 'দেওয়ানা মদিনা' পালাটি কে রচনা করেন?

উত্তর : মনসুর বয়াতি।


১৯. 'রসুল বিজয়' কাব্যের রচিয়তা কে?

উত্তর : সৈয়দ সুলতান।


২০. মধ্যযুগের বাংলা সাহিত্যে কড়চা বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর : চৈতন্য জীবনী গ্রন্থকে বুঝানো হয়েছে।


২১. মঙ্গল কাব্যের আদি কবি কে?

উত্তর : কানা হরিদত্ত।


২২. ভারতচন্দ্রকে 'গুণাকর' উপাধি দেন কে?

উত্তর : রাজা কৃষ্ণচন্দ্র।


২৩. 'সয়ফুল মুলুক বদিউজ্জামাল' কোন ধারার কাব্য?

উত্তর : রোমান্টিক প্রণয়োপাখ্যান।


২৪. রামনিধিগুপ্ত কোন ধরনের গান রচনা করেন?

উত্তর : বাংলা টপ্পা গান।

Post a Comment

0 Comments