প্রিয় কাব্য ফিগার ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - সাদ আক্কাছ মিঞা। উৎসর্গ:কবি মরিয়ম আক্তার তুলি

প্রিয় কাব্য ফিগার ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - সাদ আক্কাছ মিঞা। উৎসর্গ:কবি মরিয়ম আক্তার তুলি




প্রিয় কাব্য ফিগার
সাদ আক্কাছ মিঞা

(উৎসর্গ:কবি মরিয়ম আক্তার তুলি)



প্রিয় কাব্য ফিগার,

এমন করে- কেউ কোনদিন বলেনি

এমন করে-কেউ কোনদিন কাছে আসেনি,

এমন করে- কোন পাখি গানও করেনি

এমন করে কোনও...ফুলও ফোটেনি।

যেমন করে দেখেছি আজ; কোনো কবির কলমকে--

দেখেছি কবির শব্দ মাল্যের পুষ্প অঞ্জনকে।

কতটুকু সিক্ত হলে!এ মন বলবে?

আমি ভালবাসা পেয়েছি

আমি শ্রদ্ধা পেয়েছি

আমি ঘর পেয়েছি কলম ও কালির সুতোয়!

এ হৃদয় বলে আজ;আমি সবই পেয়েছি।

আমি ধন্য হলেম!


সেইদিন প্রতিলিপির দাদা সমর্পিত গুহ বলেছিলেন 'দাদা আমার কাছে যদি নতুন কোন শব্দ থাকত;ঐ শব্দ গুলো আমি আপনাকে দিয়ে দিতুম'...

আজ আমিও ঐ শব্দগুলো খুঁজছি...শুধু আপনাকে দেওয়ার জন্য...


মঞ্জিষ্ঠার মঞ্জিল থেকে যখন এমনি টুইট পেয়েছিলুম;তখনো আমি শব্দ খুঁজে পাইনি।

ঠিক এমন কিছু শব্দ আজ আমার প্রয়োজন!

যা- জয়শ্রীকে দিতে পারিনি;যে আমার কাব্য সখা...

নুসরাতের শৈল্পিকতা সব সময়ই অনুভব করি

ঠিক আপনাকে আজ-যেভাবে অনুভব করছি

যে প্রাঞ্জল উষ্ণতা ছড়িয়েছেন,তা শুধু আমার হৃদয়ের গোলা ভরিয়ে দেয়নি..

এঁকে দিল-

আগামীর কাব্যিক সেতু

কলমের নির্যাস নিঃসৃত ৠণে,ভালবাসার মঞ্জিলে...


পরমাপ্রেম-৫১

১৫\০১\২০২১ইং

সেনবাগ-নোয়াখালী।

Post a Comment

1 Comments
  1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে

    ReplyDelete