কৃতজ্ঞতা ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - কৃতজ্ঞতা

কৃতজ্ঞতা ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - কৃতজ্ঞতা




কৃতজ্ঞতা
সাদ আক্কাছ মিঞা


আলো ঝলমল এই সকালে

আসলাম মায়ের কোলে

ফুটলো হাসি বাবার মুখে

প্রভাত ফেরীর ঐ মিছিলে।


খুশি যত আত্নীয়গণ

খুশি পাড়া পড়শী

মা যে আমার মধুর কান্নায়

ঠোঁটে মিষ্টি হাসি।

আজ আপনারা!

যত- 'শ্রদ্ধা,ভালবাসা,শুভেচ্ছা,শুভকমনা ও আর্শিবাদ" আমাকে দিয়েছেন;

সকল 'অঞ্জলি- শ্রদ্ধার্ঘ্য' মাথায় তুলে নিলুম।

এ আমার পরম প্রাপ্তি;আপনাদের এ ৠণ কোনদিন ভুলবার নয়।

উনপঞ্চাশ বসন্ত পেরিয়ে- যখন; স্ত্রী, পুত্রকন্যা,নাতি-নাতনী,ভাই- ভাতিজা-ভাতিজী ও মা-বাবার সামনে বসি।

তখন নিজেকে খুব ছোট মনে হয়; এ বুঝি আমার যাওয়ার পালা,জীবন থেকে চলে গেল আরেকটি বছর!

দারিদ্র্যতার মিছিলে- আমি বিত্তের সওগাত পাইনি:পেয়েছি শ্রদ্ধা ও ভালবাসা।

"হাজারো কলমের গুঞ্জন,কবি ও কবিতার সম্মোহন সমাহার- মুগ্ধ করেছে হৃদয়,

মন সালোক ভিজিয়ে নিলুম-তৃষিত আত্মায়,আর্শিবাদ পরশ লগো'য়।

কি দিয়ে শুধিব-তোমাদের এ ৠণ ওগো কলম বন্ধু

যা দিয়েছে তোমরা আমায়- এ প্রাপ্তি কবিতার শুধু।

শুকরিয়া তোমার দরবারে-ওগো মোর প্রভু

এভাবে রেখো মোরে- দিয়ে তোমার সুদৃষ্টি প্রাণ বায়ু।"

----আপনারা এত এত ভালবাসা দিয়ে এতটাই মুগ্ধ ও ৠণী করেছেন;তা পাওয়ার কতটুকু যোগ্য আমি- জানি না!

অতি নগন্য সাধারণ একজন সাহিত্য পাঠকের জন্মদিনে এত্তসব হৃদয় নিঙানো ভালোবাসা..

সত্যিই আমি বিমোহিত

আপনাদের জন্যও রেখে গেলুম আমার হৃদয় নিঙানো শ্রদ্ধা,ভালবাসা ও দোয়া।

জয় হোক কবিতার

জয় হোক কবি ও কলমের

আগামীর দিনগুলো হোক শুধু ..কবিতার..শুধু কবিতার...

কল্যাণেষু



পরমাপ্রেম-৫০

সেনবাগ-নোয়াখালী

১৫\০১\২০২১ইং

Post a Comment

1 Comments
  1. ধন্যবাদ প্রিয় প্রকাশক

    ReplyDelete