একুশের কণ্ঠ ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - একুশের কণ্ঠ।

একুশের কণ্ঠ ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - একুশের কণ্ঠ।




একুশের কণ্ঠ
সাদ আক্কাছ মিঞা 


ঝরাপাতার স্মৃতিতে শহীদেরা ঘুমায়,স্মৃতির দেয়ালে বর্ণমালা হাঁটে শূন্যতার খাঁক করা ভিড়ে।

অনেকখানি পথ হেঁটে শহীদ জননীরা আসে,চারিদিকে শূন্যতা আর শূন্যতা,

শহীদের রক্ত আর বর্ণমালা কামড়ি ধরে হৃদয় পিঞ্জরে।

ভোরে অনেক পথ হেঁটেছি...

অনেক নদী দেখেছি..

পথের শেষ প্রান্তে কুয়াশা তাড়িয়ে সূর্য উঠেছে স্মৃতি মিনারে।

এইটুকু ভালবাসায় সিক্ত জননী নয়ন, নয়নের সাথে মনের কথা বলাবলি--

আমার সন্তানেরা আমার কোলে ঘুমায়; এতেই খুশি।

ভাললাগার সময়টা একটু বেরসিক,সময় স্বল্পতার টিপ্পনী..

কষ্ট,ক্লান্তি,বিষাক্ত বিষাদতা

এখন অনেক ভালোবাসি।

এখন কেউ ভাষার বুকে গুলি চালায় না

ছুটে চলি নির্বিঘ্নে..

কথা বলি মন খুলে..

যেথায় ঘুমায় আউয়াল,অহি উল্লাহ্,তাঁতি বাজারে সিরাজ উদ্দীন।

অনেক কিছুই জীবন থেকে হারিয়ে যায়..

প্রিয় মানুষগুলো জীবনে না থাকলেও...

হৃদয়ে থেকে যায়।

ইতিহাস ও সংস্কৃতির মেরুকরণ

সভ্যতা ও যৌবনের সেতুবন্ধন ।

জীবনখাতার প্রতিটি পাতা একেকটি ভাউচার

যেখানে থাকে অলিখিত হিসাব-নিকাশ

প্রতিটি হাসি ঘামঝরা রক্তকণার রহস্যাবৃত কান্না 

হয় ভালোবাসা;নয় ঘৃণা।


ঝরাপাতার কান্না-৩৮

২৪\০২\২০২০ইং

সিলেট শহীদ মিনার।

Post a Comment

0 Comments