কুহেলিকা ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - কুহেলিকা
কুহেলিকা
সাদ আক্কাছ মিঞা
প্রহেলিকা কাঁদে আজি কুহেলিকার আড়ালে
তোমরা কি দেখতে পাও
গান-কবিতার ম্যূরালে?
হেথায় কত নেত্রজল ভিজিয়ে ছিলুম চিবুক
কত নিশি সখ্য সোহাগ দিবা
তৃ-ষিত দুঃখ।
মুখোপানে মুখখানি দ'লে শত মুখ
নিত্য কথায় অন্ত্রশূল,তবুও তা
সুখ।
সবাই যখন শ্রুতি হেথায় সুরের
কিবা হাল
আপনাতে লুকায় মুখ বোবা
কান্নার হিয়াতল।
সবচেয়ে তোর আপন যারা
তারাই বিসর্প
ফোঁড়া রোদন কেন করিস মন সবাই
ঘৈউর মনচোরা!
বাদলা জলে ভর্ল কত নদীনালা
খাল বিল
ভর্ ল না আজ পাষাণ মন শক্ত
বাঁধা খিল।
আজি তোমায় যেতে হবে মাড়িয়ে
সপ্ত পাথর
চাতক কণ্ঠে কান্না যত তৃষাভরা
অন্তর!
নিখিল শোভা তন্দ্রাহারা পেয়ে
জ্যোৎস্নাধারা
চাঁদকলঙ্ক অঙ্গজুড়ে দেখল কে
মুখপোড়া?
কত স্মৃতি,কত রাগ-কত অনুরাগ
হেথায় রয়েছে পড়ে
সকলি আজ কুহেলিকা ঘেরা
মন্তর বিষাদ খরে।
সুরমা নদী-ক্বীণ ব্রিজ জৈন্তাদেবীর
বাড়ি
শাহজালাল শাহপরাণ রয়েছে
হৃদয় জুড়ি।
গৌর গোবিন্দের টিলা আর
ছাতকের কমলা দেখেছি-খেয়েছি, কত বেলা
অবেলা।
জাফলং পাথরচূণি মনোরম
সৈকত
করিম শাহের বাউলা গান কাল্
নদীর স্রোত।
কত প্রিয়জন-কত মুখ, আত্নায়
দিলে ঠাঁই
অন্তরালে রেখে সব,যেতে হবে
ভাই।
স্মৃতি করে নিলুম সব-ই, দু'নয়নের জলে
ভাল থেকো-
দীর্ঘ কর্মজীবন সাথী,
চেয়ার টেবিল বই খাতা সকলে।
ভুলত্রুটি ছিল অনেক,
ছিল অনেক ক্ষত ভুলে গেলুম
ভালবেসে,
ক্ষমাই হোক মহত্ত্ব।
ভালো যদি নাইবা থাকে কোন
আলোচনা
মন্দের ভালে পুঁতে দিও যত
সমালোচনা।
আশিষ ধূলি নিলেম তব বিয়োগ
শোক গায়
কলঙ্ক যা মম চিত্তে- রবে তুমি
শুদ্ধ আত্নায়।
পরমাপ্রেম-৪৪
০৪\০১\২০২১ ইং, সিলেট।
ধন্যবাদ প্রিয় প্রকাশক
ReplyDeleteস্বাগতম আপনাকে
ReplyDelete