একুশের কামনা ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - একুশের কামনা
একুশের কামনা
সাদ আক্কাছ মিঞা
(করোনার মহাতাণ্ডবের সাল২০২০।
এখনো সে তাণ্ডব চলছে।
২০২১ সালের আগমনী বার্তায়
শুভর প্রত্যাশা-" একুশের কামনা"।)
একুশ তুমি এসো
শুভ বার্তা নিয়ে
তাড়িয়ে দাও ঐ কীট
যা আছে বিশ্ব জুড়ে।
একুশ তুমি বিশের ভাই
আমার ভাষার রক্ত
শুভর আলো যেন পাই
আশায় বুক শক্ত।
এখনো মনে ভয়
মানবকুঞ্জে বিশের বিষ
একুশ তুমি নাও চুষে সব
বিষ,হও আশিষ।
দৃষ্টির চোখে বৃষ্টি
বিশের বিষ ভুবন জুড়ে!
অধিষ্ঠির চোখে একুশ
এখনো উৎকণ্ঠা হৃদয় খুঁড়ে।
বাতাসে জঘন্য কান্না
শুদ্ধ হয়নি মানুষ!
এক তোকমা আশা
মনের ভিতর--
জেগে আছে রাক্ষুস!
ঠিক ঐখানে ছিল ভালবাসা
আজ অনেক দূরে
তবুও সে আসে'ঘুরে ফিরে
বারেবারে,খেলে প্রেম পাশা।
ওগো মা'বুদ-তুলে নাও
আপদ মহামারী নিষ্ঠুর করোনা
অপরাধ মম পাহাড় সম
ওগো প্রভু,কর মার্জনা।
তুমি রহিম রহমান,
তুমি সর্বশক্তিমান।
তোমারই কাছে যাঁচি সব,
তুমিই অপার করুণা মহান।
শান্ত করে দাও মালিক
এ বিশ্বচরাচর,
রহমত বর্ষিত কর মোদের
আদি অন্ত প্রহর।
পরমাপ্রেম-৪২
০১\০১\২০২১ই, সিলেট।
ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য মহলকে।
ReplyDeleteএভাবে এগিয়ে যাক সাহিত্যের অন্যতম প্লাটফর্ম "সাহিত্য মহল"
শুভ কামনা।
আপনাদের স্বতঃফুর্ত অংশগ্রহণে সহিত্য মহল বহুদূর এগিয়ে যাবে।
Deleteইনশাল্লাহ
Deleteলেখাটি কতবার পড়া হল। এই অপশনটি চালু করেন।
ReplyDelete