কিছু কথা ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - সাদ আক্কাছ মিঞা
কিছু কথা
সাদ আক্কাছ মিঞা
লেগে আছে '২০শের বিষ' মানব
সভ্যতার দেয়ালে-
কড়া নাড়ছে ২০২১সাল,
প্রত্যাশা- সুস্থ সুন্দর নীরোগ সভ্য
মানবিক পৃথিবী।
মুছে যাক ২০শের বিষ!
শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ হোক একে
অপরে বন্ধু,
মিন্নির বসন্ত বাহারে রিফাতের মৃত্যু।
ফেলানি কাঁটাতারে,
নুশরাত আগুনে,
আব্ রার ক ব রে...
আদর্শের রাজনীতি সমাধির পাথরে।
বিবস্ত্র সম্ভ্রম লুটের উৎসব
বোবাতন্ত্রের বিপাকিয় ওষুধ সেবন,
এক জটিল সমীকরণে বাংলাদেশ।
৫০বসন্তে বিজয় দিবস
করোনার আকাল পদ্মাসেতুর চমক...
স্বাধীনতা মানে অধীনতা নয়:
স্বাধীনতা মানে সমতা,
পক্ষ বিপক্ষ বিভাজন খরস্রোত সভ্যতা-
অনাদরে অবহেলায় মুক্তিকামী জনতা।
লাল সবুজের পতাকা সনদহীন
মুক্তিযোদ্ধার দীর্ঘশ্বাস...
আইকন রাজনীতিবিদ চাই
এখনি সময় চোখ সাজানোর
বিপর্যয়ের পথে জীবন জীবিকা
সভ্যতা ও মানবতা।
৩১\১২\২০ইং
অনেক ধন্যবাদ সাহিত্য মহল ব্লগস্পট কে
ReplyDeleteস্বাগতম আপনাকে। চমৎকার লেখা
Deleteধন্যবাদ
ReplyDelete