সংরক্ষণাগার ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - সংরক্ষণাগার
সংরক্ষণাগারসাদ আক্কাছ মিঞা
যতই মাড়িয়ে চল ফসলের মাঠ
শিশির ভেজা পথের দূর্বাঘাস
মনে রেখো;সেখানেও আমি আছি
প্রেমের অভিবাদন!একমুঠো সোহাগ কর্পূর নিয়ে...
পারবেনা চলে যেতে।
বদলে যেতে চাও?পারবেনা,
কি করে বদলাবে ভাঁজ পড়া কপালের কুঁচকানো দাগ
প্রতিটি দাগেই আছে ভালবাসা।
হাতের রেখাগুলো সেই আমার কথাই বলে...
কি করে বদলাবে ক্ষয়ে যাওয়া দাঁত;যে দাঁতে লেগে আছে ভালবাসার মেলামিন
চাইলেও খুঁজে পাবে না- প্রদীপের কাজল,আঁখির পলাশ পল্লব
জীবন থেকে ঝরে যাওয়া দিন।
ভালোবাসা!
মনে পড়ে?
সেই আলতা রাঙা পা, নূপুরের ঝুন ঝুন শব্দ
অপেক্ষার ঘ্রাণ,
নাম না জানা বনফুল...
লাল সবুজ ফিতার ফুল,কালো চুলের লম্বা বেণী।
আমার ঠিকই মনে পড়ে
সুগন্ধি তেলের সুবাস
বাসন্তী রঙের বৈশাখী শাড়ি
আঁচলে বাঁধা ছোট্ট চিরকুট
ধব্ ধবে সাদা রূপসা স্যান্ডেল।
অযত্নে পড়ে আছে এককোণে খাটের নিচে...
ভালবাসাকে অবহেলা করা যায়
মন থেকে মোছা যায় না
ঠিক যেন স্মৃতির অ্যালবাম।
বিষাদের জলোচ্ছ্বাস কখনো ভেজাতে পারে না হৃদয়ের সংরক্ষণাগার...
আবার আমরা অস্ত যাবো সন্ধ্যেরাতে,উদয় হবো মধ্যে রাতে
প্রভাতে ফুটবে ভালবাসার প্রভাতফুল।
পরমাপ্রেম-৪৬
০৯\০১\২০২১ইং
সেনবাগ- নোয়াখালী।