ঘূর্ণিঝড়'৯১ ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - ঘূর্ণিঝড়'৯১
ঘূর্ণিঝড়'৯১ [৪৭]
সাদ আক্কাছ মিঞা
আমি তার প্রেমিক হব
জ্যোৎস্না ভরা রাতে
আমি তার নিরুদ্দেশ হব
অমাবস্যার কালো স্রোতে
তোমরা কেউ জানো-
সেই বিভীষিকাময় রাতের খবর?
যে রাতে আমিই শুধু প্রেমিক ছিলুম
ভয়াল আর্তনাদে-নেমে আসা নীরবতার!
দেখেছে এ দু'টি চোখ;দেখেছে পৃথিবী...
আমি তার স্মৃতি হব
উত্তপ্ত মরুর বালুঝড়ে
আমি তার নয়নের জল হব
শঙ্কিত রাতের গহ্বরে
তোমরা কি দেখেছো
সেই শঙ্কিত হৃদয় উপকূলের জলোচ্ছ্বাস?
মজুরের রক্ত ঘামের উপর-
নির্মিত অট্টালিকার উপহাস!
দেখেছে এ দু'টি চোখ;দেখেছে পৃথিবী...
আমি তার ইতিহাস হব
'সুনামি'র সুনাম যমে
আমি তার দিগন্ত হব
আকাশের উড়ো চিঠির খামে
তোমরা কি পেয়েছো
কোনো মজলুমের রক্তমাখা নির্ঘুম রাতের চিঠি?
নির্যাতন,নিপীড়ন,উৎপীড়ন-শোষণ,বঞ্চনার অবরুদ্ধ ছবি!
আমি পেয়েছি-
দেখেছে এ দু'টি চোখ;দেখেছে পৃথিবী
দারিদ্র্যতার কারাবাস...
আমি তার মিথ্যুক হব
সত্য অভিনয়ের মঞ্চে
আমি তার শ্রুতি হব
স্বরাজ পরকীয়া ঢঙে
তখনও কি বলবে?
এ জগত বিশ্ব বেহায়া অপ্সরী
মৃত্তিকার ক্রন্দন আকাশের বারি!
তখনো আমি শুদ্ধ প্রেমিক কবিতার মলাটে
দেখেছে এ দু'টি চোখ;দেখেছে পৃথিবী--শুধু দেখেনি কিছু বখাটে..
পরমাপ্রেম-৪৭
সেনবাগ-নোয়াখালী
অনলাইনে প্রকাশ
১১\০১\২০২১ইং
রচনাকাল-৩০শে এপ্রিল'৯১
ধন্যবাদ প্রিয় প্রকাশ ও সাহিত্য মহল
ReplyDelete