বিচ্ছেদ ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - বিচ্ছেদ

বিচ্ছেদ ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - বিচ্ছেদ



বিচ্ছেদ
সাদ আক্কাছ মিঞা।


বহুবার ভেবেছি

খুন ঝরা-ঘূন পড়া হৃদয় থেকে ভাঙাচুরা স্মৃতিগুলো মুছে ফেলব

অথচ;

শিকড় হয়ে শীর্ণ হৃদয় জুড়ে

রয়ে গেলে ...অবশেষে।

শ্যেনশান নীরব রাত তুমি আমি চুপচাপ,

দু'জন দু'পাড়ে বসে কত জল ছুঁয়েছি

মিশে যাওয়ার আশে।


বৈশাখী ঝড় উপহাস করে হেসে হেসে

চৈত্রের খরা দহনে পোড়ায় দিবানিশি ভালবেসে

এ কেমন দু'টি মনের গৃহস্থালি!

যে আগুনে পুড়ে পুড়ে অঙ্গার

সে আগুনে কিসের ব-স-তি...


ক্ষুধার্ত প্রেম ছুটে যায় বিচ্ছেদের শহরে,পথহারা দিগন্তে

দু'টি চোখ নিশ্চুপ চেয়ে থাকে-

কেটে যায় সকাল - কেটে যায় বিকাল,

আসে আহত রাত, আহত প্রেমের বিদ্ধস্বরে...


স্বরূপ স্বপ্নপরীর ডানায় উড়ে যায় স্বপ্নপুরে

তুমি কেবল দেখো -

ছুঁতে পারো না,যেতে পারো না

বলো;

এমন স্বপ্নপুর দেখতে কেমন লাগে প্রিয়!


রাত গভীর হয়,অচৈতন্য ঘুম চোখের পাতায়

তোমার হাতে নেই মদের বোতল-

দখল করেছে গোলাপের জল

আঙ্গুলের ফাঁকে নেই জলন্ত সিগারেট-

দখল করেছে সুবাসি লোবন বাতি

শিয়রে ক্ষীণালো গূটি কয়েক মোমবাতি...


শেষ দেখা- শেষ কথা

শুরু হয় চোখের বিচ্ছেদ

শূন্যতার বুকে দু'চোখের জল!

বদলে যায় আকাশ

বদলে যায় চারপাশ

বাতাসে করুণ বিউগল

যাও তুমি ফিরে...


পরমাপ্রেম-৪৮

সেনবাগ-নোয়াখালী

১৩\০১\২০২১ইং 

Post a Comment

1 Comments
  1. ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য মহলকে।

    ReplyDelete