অতৃপ্ত আত্মার আত্মকথা ~ সাদ আক্কাছ মিঞা । কবিতা - অতৃপ্ত আত্মার আত্মকথা

অতৃপ্ত আত্মার আত্মকথা ~ সাদ আক্কাছ মিঞা । কবিতা - অতৃপ্ত আত্মার আত্মকথা



অতৃপ্ত আত্মার আত্মকথা
সাদ আক্কাছ মিঞা


সমস্ত শরীর বসন্তের সমাহার,

আছে কাঁটাতার!

কুৎসিত কালো বাঁকানো গ্রীবার অহংকার।

ঘাড় থেকে হাঁটু সরাও!

কৃষ্ণাঙ্গ বলে- আমরাও মানুষ,

ক্রীতদাস নই...

শ্বেতাঙ্গ!

কোথায় পেলে এমন অধিকার?


মানুষ সেরা জীব!

পৃথিবী সবার-কারো একা নয়,

সব প্রাণীর বিচরণ

অযথা বিড়ম্বনার দাসত্ব...

অপ্রতুল বাস্তবতায় করোনার অনশন।


ক্ষুধার জ্বালা-অক্ষির মহাদ্রাক্ষা!

সব সরোবর-নড়েবর,

এগিয়ে যাও বাংলাদেশ

পদ্মা সেতুর চমকে!

বিজয় মুকুটে ১৬ই ডিসেম্বর।


এখনই সময় চোখ সাজানোর!

মনের অভিব্যক্তি

মুখ ও ঠোঁট মুখোশের আড়ালে,

শতরঞ্জে শত বছরে আধুনিক হবো

বিদায়ের পথে বিংশ শতাব্দী।

মুছে যাক বিশের বিষ...


আইকন রাজনীতিবিদ চাই!

পঞ্চাশে-পানসে বাংলাদেশ

এ শীতে, আসে নাই পরিযায়ি পাখি

এসেছে কত রোহিণ রোহিঙ্গী।

গনতন্ত্রের ঔষধ খাবো!

অতঃপর-কথা বলবো,গণতন্ত্রের কথা

গণতন্ত্র আমার অধিকার!

অথচ,আমি বাকরুদ্ধ প্রতিবন্ধী...


আইশ্যাডো;

গ্লীটার ও মেটালিকের দখল!

রংয়ের মানুষ,

রঙের বাজার

পৃথিবীতে রঙীন মানুষ পাওয়া

এক অসাধারণ ব্যাপার!

প্রতিটি দিন,প্রতিটি সময় হোক নতুনত্বের...


জীবন-

আহত প্রেমের জলকাব্য!

অবিন্যস্ত স্বপ্ন: মিতব্যয়ী প্রেমের স্ন্যাকস্,

বিদীর্ণ হৃদয়ে-

দারিদ্র্যতা দুঃস্বপ্নের হামাগুড়ি

ভঙ্গুর পথের শার্পস্।

বিষণ্ণ জীবনের গল্প বড়ই অম্লমধুর...


সন্তানহারা মা-

এখনো স্বপ্ন বুনে রেললাইনের ধারে

খোকা আসবে-

স্বাধীন মানচিত্রে পতাকা উড়ে।

এখনো পায়নি,

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কোন সনদ...



১০\১২\২০২০ইং

Post a Comment

2 Comments
  1. কবিতাটি প্রকাশ করার জন্য সাহিত্য মহল ব্লগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

    ReplyDelete
    Replies
    1. আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সাহিত্য মহলের সাথেই থাকুন

      Delete