সান্নিধ্য ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা- সান্নিধ্য
সান্নিধ্য
সাদ আক্কাছ মিঞা
ওগো দক্ষিণা সমীরণ!
বলে দাও-
আমি তার বামপাঁজরে ফোটা ফুল।
কেন এত প্রবঞ্চনা!
এত প্রতারণা?
গন্ধম সেবনে কাছে আসা,
রতি রতি কষ্ট.. ভালোবাসার রহস্য...
সৃষ্টির দোলাচল
রহস্যের আঁচল
একদিন সবই মুখ লুকায়
ফিরে যায়
অমোঘ টানে
অমোঘ ভালবাসায়
রহস্যের ছায়াতলে...
দেখাদেখি-
চোখাচোখি-
যোযন যোযন দূরত্ব
অস্বীকার আর
প্রতারণার হিসেব নিকাশ...
আবার দেখা হয় গোলচক্করে
মিলন মেলায়
কর্মের দস্তায়
গন্তব্যের শেষ বাসরে!
পদতলে লুটে যায় একচিলতে ভালবাসা...
দেখেছি তোমারে ভোরের শিশিরে
রবির নিষিক্ত রষ্মে শর্মিলী সরষে,ফুল ও ফলে,
আত্মার বেদীমূলে,
কখনও নারী
কখনও নদী
কোল ঘেঁষা শিশুর স্তন্যপান হাসি
ফসলভরা ভালবাসার উর্বর জমি।
উড়ে যায় পতঙ্গ আগুন নেশা!
দহনে সুখ
পুড়ায় বিসুখ
বিদগ্ধ বিমুগ্ধ ভালবাসা...
জীবনের অলিগলিতে কত প্রেম
নিশ্চুপে মরে,
কত তারা আকাশ হতে
নীরবে যায় ঝরে,
তবুও; প্রেম-ভালোবাসা!
বুক জুড়ে-
হৃদয় খুঁড়ে
মৃত্যু জীবনের আনলক
পাসওয়ার্ড...
২৬\১২\২০ইং, সিলেট।
আরও পড়ুন: অতৃপ্ত আত্মার আত্মকথা ~ সাদ আক্কাছ মিঞা । কবিতা - অতৃপ্ত আত্মার আত্মকথা
কবিতাটি প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রকাশক কে আন্তরিক ভাবে ধন্যবাদ ।
ReplyDeleteঅপূর্ব লেখনশৈলী
Delete