সন্ধ্যা ভাষা কি? [ বিস্তারিত ]



সন্ধ্যা ভাষা কি? [ বিস্তারিত ]


সন্ধ্যা ভাষা কি? প্রশ্নটির মাঝেই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। আমরা যদি একটু ভালো করে প্রশ্নটিতে খেয়াল করি তাহলে খুব সহজেই উত্তরটি আমাদের নজরে আসবে।


প্রশ্নটিতে বলা হয়েছে 'সন্ধ্যা ভাষা কি'। এখানে যদি 'ভাষা কি' অংশটুকু বাদ দিয়ে শুধু প্রথম শব্দটি আমরা লক্ষ করি শব্দটি হচ্ছে 'সন্ধ্যা'। 


'সন্ধ্যা' অতি পরিচিত একটা শব্দ। দৈনন্দিন জীবনে প্রায়শই এই নামটা আমরা মুখে নেই। এবং সন্ধ্যা শব্দটি মুখে নেওয়ার সাথে সাথে সন্ধ্যা মুহূর্তের ছবিটা আমাদের কল্পনার চোখে দৃশ্যমান হয়।


সন্ধ্যা হচ্ছে এমন একটা সময় যখন আলো আঁধারকে আলিঙ্গন করে। সজা কথায় আলো আর আঁধারের সংমিশ্রণ ঘটে।


এই সময়টা বড়ই অদ্ভুত লাগে, রহস্যময় লাগে।


ঠিক তেমনি রহস্যময়, দুর্বোধ্য, যা বুঝতে কষ্ট হয় কিংবা যা বুঝার জন্য সাম্যক ধ্যানের প্রয়োজন হয় এমন ভাষাকে সন্ধ্যা ভাষা বলে।


বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা


আরও পড়ুন: চর্যাপদের প্রথম পদটির রচিয়তা কে এবং চর্যাপদের প্রথম পদটির চারটি পঙক্তি লিখ

Post a Comment

0 Comments