চর্যাপদের প্রথম পদটির রচিয়তা কে এবং চর্যাপদের প্রথম পদটির চারটি পঙক্তি লিখ
চর্যাপদের প্রথম পদটির রচিয়তা কে?
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন। চর্যাপদে পদ রচিয়তার মোট সংখ্যা ২৩ জন মতান্তরে ২৪ জন।
এদের ভিতর সর্বপ্রথম যে চর্যাপদে পদ লিখেন তার নাম 'লুইপা'।
চর্যাপদের প্রথম পদটির চারটি পঙক্তি নিচে দেওয়া হলো:
কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীত্র পইঠা কাল।।
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।
লুই ভণই গুরু পৃছিঅ জান।।
উপরিউক্ত পঙক্তি গুলোর অর্থ হলো, শরীরের পাঁচ ইন্দ্রিয় পাঁচটি ডালস্বরুপ। এই পঞ্চেন্দ্রিয় দ্বারা মানবদেহের ক্রিয়া প্রকাশিত হয়। অস্থির চিত্তকে বসে আনতে না পারলে সকল কাজে ব্যর্থ হতে হয়।
আরও পড়ুন: চর্যাপদ কী / চর্যাপদ কাকে বলে?