চর্যাপদ কী / চর্যাপদ কাকে বলে?
বাংলা সাহিত্যের সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শনের নাম চর্যাপদ। এটি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে আবিষ্কৃত হয়। এবং এর আবিষ্কারকের নাম মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
চর্যাপদ মূলত এক প্রকার বৌদ্ধ সহজিয়াদের সাধন পদ্ধতিমূলক গান। চর্যাপদে এমন গান রয়েছে সর্বমোট ৫১ টি। তন্মধ্যে উদ্ধার হয়েছে সাড়ে ৪৬ টি পদ । ৪৬ টি পূর্ণ পদ আর একটি অর্ধ খন্ডিত পদ।
চর্যাপদে এই পদকর্তাদের সংখ্যা ২৩ জন মতান্তরে ২৪ জন।
চর্যাপদের কয়েকজন পদকর্তা হলেন:
- লুইপা।
- কাহ্নপা।
- কুক্কুরীপা।
- ডোম্বী।
- বিরুপা।
- ভুসুকুপা।
চর্যাপদের প্রথম পদ রচিয়তার নাম লুইপা এবং চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা। কাহ্নপার আরও একটি নাম হলো কৃষ্ণাচার্য। তার মোট পদের সংখ্যা ১৩ টি। তবে চর্যাপদে তার সর্বমোট পদ পাওয়া গিয়েছে ১২ টি।
আরও পড়ুন: চর্যাপদ নিয়ে ৩০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর