Homeতথ্য ভান্ডারচর্যাপদ নিয়ে ৩০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর চর্যাপদ নিয়ে ৩০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর Osman Ali February 29, 2020 0 চর্যাপদ নিয়ে ৩০+ টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ♦ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি? উ: চর্যাপদ। ♦ ড. সুনীতিকুমার কোন বইতে পুথিঁলির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন? উ: The origin and Development of The Bengali Language ( ODBL ). ♦ চর্যাপদে কয় প্রকার অর্থ পাওয়া যায়? উ: দুই প্রকার। যথা: বাহ্যিক ও অভ্যন্তরীণ। ♦ ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকালের সীমা কত? উ: ৬৫০ - ৯৫০ সাল। ♦ চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখকৃত সংস্কৃত টীকাকার মুনিদত্তের মতানুসারে এর নাম কি? উ: আশ্চর্যচর্যাচয়। ♦ চর্যাপদ বাংলা ভাষার প্রথম রচনা এটা কে প্রমাণ করেন? উ: ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ♦ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? উ: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী। ♦ চর্যাপদের প্রথম কবি কে? উ: লুইপা। ♦ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? উ: মহামহোপাধ্যায়। ♦ চর্যাচর্যবিনিশ্চয়ে মোট কত জন পদকর্তার পরিচয় পাওয়া যায়? উ: ২৩ জন মতান্তরে ২৪ জন। ♦ চর্যাপদ কে কথায় কত সালে আবিষ্কার করেন ? উ: চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে ১৯০৭ সালে। ♦ চর্যা শব্দের অর্থ কি? উ: চর্যা শব্দের অর্থ আচরণ। ♦ চর্যাপদের বিষয়বস্তু কি? উ: চর্যাপদের বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধধর্ম মতে সাধন ভোজনের তত্ত্ব প্রকাশ। ♦ চর্যাপদের পান্ডুলিপি পাওয়া যায় কোন লাইব্রেরি থেকে? উ: নেপালের রয়েল লাইব্রেরী থেকে। ♦ বাঙালি চর্যাপদের পদ কর্তা কারা? উ: লুইপা, কুক্কুরীপা, বিরুপা, ডোম্বী, শবর ধাম ছিলেন বাঙালি। ♦ চর্যাপদে গানের সংখ্যা কয়টি? উ: চর্যাপদে গানের সংখ্যা ৫১ টি। ♦ চর্যাপদে কয়টি পদের নষ্ট অংশ পাওয়া গেছে? উ: ৩ টি ( ২৪, ২৫, ৪৮ )। ♦ চর্যাপদে প্রাপ্ত পুঁথিতে কয়টি পদ পাওয়া গেছে? উ: সাড়ে ৪৬ টি। ♦ চর্যাপদগুলো কোন ভাষায় রচিত? উ: সন্ধা বা সান্ধ্য ভাষায় রচিত। ♦ চর্যাপদ কোন ছন্দে রচিত? উ: মাত্রাবৃত্ত ছন্দে। ♦ চর্যাপদ প্রথমে কী নামে প্রকাশিত হয়েছিল? উ: চর্যাপদ প্রথমে প্রকাশিত হয় হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোঁহা নামে। ♦ চর্যাপদ রচনা করেন কারা? উ: বৌদ্ধ সহজিয়ারা। ♦ বাংলা ছাড়া আর কোন কোন ভাষার সাথে চর্যার মিল রয়েছে? উ: অপভ্রংশ, প্রাচীন হিন্দি, মৈথিলি, উরিষ্যা বা আসামী ভাষার সাথে। ♦ চর্যাপদ আবিষ্কারের কত বছর পর তা গ্রন্থাগারে প্রকাশিত হয়? উ: ৯ বছর পর। ♦ চর্যাপদের তিব্বতি অনুবাদ কে কত সালে করেন? উ: প্রবোধ বাগচী ১৯৩৮ সালে। ♦ চর্যাপদের মহিলা কবির নাম কি? উ: কুক্কুরী পা। ♦ চর্যাপদের সর্বাধিক পদ রচিয়তার নাম কি? উ: কাহ্নুপা। ১৩ পদ রচনা করেছেন। ♦ চর্যাপদের জন্ম হয়েছিল কোন প্রাকৃত থেকে? উ: গৌড়ীয় প্রাকৃত থেকে। ♦ শবর পা কোন কবির গুরু? উ: লুইপার গুরু। ♦ কাহ্নুপা এর গুরু কে? উ: জালন্ধপাদ। Tags তথ্য ভান্ডার Newer দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর। শব্দার্থ ও আবৃত্তি সহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা Older একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ২০১৬ থেকে এ পর্যন্ত