সম্রাট আকবর সম্পর্কে গুরুত্বপূর্ণ ২১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. সম্রাট আকবরের পুরো নাম কী?
উত্তর: জালাল উদ্দিন মুহাম্মদ আকবর।২. সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন?
উত্তর: বৈরাম খাঁ।৩. জিজিয়া কর ও তীর্থ কর কে রহিত করেন?
উত্তর: সম্রাট আকবর।৪. বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর: সম্রাট আকবর।৫. সম্রাট আকবর বাংলা বিজয় করেন কবে?
উত্তর: ১৫৭৬ সালে।৬. 'আইন-ই-আকবরী' গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: আবুল ফজল।৭. আবুল ফজল সম্রাট আকবরের কি হোন?
উত্তর: বন্ধু এবং সভাকবি।৮. 'অমৃতসর স্বর্ণমন্দির' কে নির্মাণ করেন?
উত্তর: সম্রাট আকবর।
৮. 'অমৃতসর স্বর্ণমন্দির' কে নির্মাণ করেন?
৯. 'দ্বীন-ই-ইলাহী' ধর্মের প্রবর্তক কে?
উত্তর: সম্রাট আকবর।১০. সম্রাট আকবর গুজরাট বিজয় করেন কখন?
উত্তর: ১৫৭২-১৫৭৩ খ্রিষ্টাব্দে।১১. রাজপুতনীতির প্রবর্তক কে?
উত্তর: সম্রাট আকবর।১২. সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
উত্তর: টোডরমল।১৩. সম্রাট আকবরের পিতার নাম কি?
উত্তর: সম্রাট হুমায়ুন।১৪. সম্রাট আকবরের মায়ের নাম কি?
উত্তর: হামিদা বানু বেগম।১৫. সম্রাট আকবর কত বছর বয়সে ভারতের শাসনভার গ্রহণ করেন?
উত্তর: ১৩ বছর।১৬. সম্রাট আকবর কত সালে বৈরাম খাঁকে সরিয়ে সকল ক্ষমতা নিজে দখল করেন?
উত্তর: ১৯৬০ সালে।১৭. সম্রাট আকবরের পুত্রের নাম কি?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।১৮. সম্রাট আকবরের স্ত্রীদের মধ্যে সবচেয়ে আলোচিত কে?
উত্তর: যোঁধা বাঈ।১৯. সম্রাট আকবরের জন্ম সাল কত?
উত্তর: ১৫ অক্টোবর ১৫৪২ সাল।২০. সম্রাট আকবরের মৃত্যুসাল কত?
উত্তর: ২৭ অক্টোবর ১৬০৫ সাল।২১. সম্রাট আকবরের সমাধী কথায় অবস্থিত?
উত্তর: সেকেন্দ্রায়।আরও পড়ুন: মুঘল সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর