বরফ গলা নদী ~ জহির রায়হান। বরফ গলা নদী উপন্যাস রিভিউ । জহির রায়হানের উপন্যাস রিভিউ
বরফ গলা নদী। উপন্যাসটি পড়ে শেষ না করতেই আপনার মনে হবে বরফ গলে নদী হয়ে গেছে। বরফ গলা নদী বইটির রচিয়তা জহির রায়হান। তিনি একাধারে লেখক, চলচিত্র পরিচালক ও ঔপোন্যাসিক। তার অন্যান্য পাঠক নন্দিত উপন্যাস শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুনের মতোন এই উপন্যাসটিও তার ব্যাতিক্রম নয়।
চরিত্র: উপন্যসটির মূল চরিত্রের মধ্যে রয়েছে মাহমুদ, মরিয়ম, মনসুর, হাসিনা, লিলি ইত্যাদি। কাহিনীর ধারাবাহিকতায় আরও অনেক চরিত্রের উথান-পতন ঘটেছে।
মূল ঘটনা: এবার আসা যাক উপন্যাসটির কাহিনীর কথায়। একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে গড়ে উঠেছে উপন্যাসের কাহিনী। সেই পরিবারের তিন সন্তান, মাহমুদ, মরিয়ম, হাসিনা। মাহমুদের হিসেবে মধ্যবিত্ত বলতে কিছু নেই। আছে শুধু বড় লোক আর গরীব। সে বড় লোকদের পছন্দ করেন না। অনেক স্বপ্ন নিয়ে সে একটি পত্রিকা অফিসে মাসে ৫০ টাকা মাইনেয় সাব এডিটরের চাকরি নেন। কিন্তু বহুবিধ নিয়মনীতির গেরাকলে পরে তার সে স্বপ্ন ধুলিষ্যাত হয়ে যায়। মাইনের বেশিরভাগ টাকাটাই সে পরিবারে দিয়ে দেয়।
তার ছোট বোন মরিয়ম টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালায়। সেই টিউশনির সুবাদেই এক বড়লোক ছেলের সাথে তার পরিচয় ঘটে। পরে পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়, শুধু মাহমুদ এই বিয়েতে সম্মতি দেয় নি।
সবকিছু ঠিকঠাক মনে হলেও মরিয়মের পূর্বে করা এক ভূলের মাসুল উপন্যাসের শেষ পর্যন্ত গিয়েও তাকে দিতে হয়। কি সেই ভূল আর কীভাবে সেই ভূলের মাসুল দিতে হয়েছে জানতে হলে উপন্যাসটি পড়তে হবে।
পরিশেষে বলা যায়, 'বরফ গলা নদী' চমৎকার একটি উপন্যাস। চাইলে পড়তে পারেন। পড়ে বোরিং ফিল হবে না। উপন্যাসের এমন কিছু কিছু ঘটনা দীর্ঘদিনের জমে থাকা বরফকে গলিয়ে নদীতে পরিণত করবে।
আরও পড়ুন: মধ্যবিত্ত - কিঙ্কর আহসান। মধ্যবিত্ত রিভিউ। কিঙ্কর আহসানের উপন্যাস রিভিউ