কালকেতুর উপাখ্যানে কালকেতুর খাদ্য তালিকা কেমন? কালকেতুর ভোজন চক্র



কালকেতুর উপাখ্যানে কালকেতুর খাদ্য তালিকা কেমন? 

কালকেতুর উপাখ্যান হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যের একটি উল্লেখযোগ্য আখ্যান। আর চন্ডীমঙ্গল কাব্যের রচিয়তা হচ্ছেন বাংলা মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ট কবি মুকুন্দরাম চক্রবর্তী। কালকেতু উপাখ্যানের মূল চরিত্র হচ্ছে ব্যাধ কালকেতু।

আমরা এই পোস্টে কালকেতুর খাদ্য তালিকা সম্পর্কে জানবো।

কালকেতুর খাদ্য তালিকা: কালকেতু শিশুকাল থেকেই ছিলেন বিশাল দেহের অধীকারী দৈত্য দানবের মতো। তাই তার খাবার চাহিদাও প্রচুর। তারা দিন এনে দিন খায়। তার খাবার চাহিদা মিটাতে গিয়ে ফুল্লরা রীতিমতো হিমশিম খেয়ে ফেলে।

ব্যাধি দম্পতি কালকেতু পশু শিকার নিয়ে বাজার যায়। খাবার সময় গোফ মোচড়িয়ে ঘাড়ে বাধে।

  • এক নিঃশ্বাসে সাত হাড়ি আমানি বাত উজার করে দেয়। 
  • চার হাড়ি খুদ জাউ খায়।
  • ছয় হাড়ি মুসুরী সুপ মিশে সাথে লাউ।
  • আলু ও ওল পোড়া খায় তিন ঝুড়ি।
  • কচুর সাথে খায় করঞ্জা আমড়া।
  • এক হাড়ি দইয়ের সাথে তিন হাড়ি ভাত খায়।
  • ভোজন পর্ব শেষে হরতকী খায়। 


আরও পড়ুন: বারমাসী বা বারমাস্যা কি / বারমাসী বা বারমাস্যা কাকে বলে? কালকেতুর উপাখ্যানে ফুল্লুরার বারমাস্যা

Post a Comment

0 Comments