পলাশীর যুদ্ধ ও নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি পশ্ন ও উত্তর



পলাশীর যুদ্ধ ও নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি পশ্ন ও উত্তর

পলাশীর যুদ্ধ ও নবাব সিরাজউদ্দৌলা


১. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 

উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন ( বৃহস্পতিবার সকাল ৯ টায় )।


২. পলাশীর যুদ্ধে কে পরাজয় গ্রহণ করেন? 

উত্তর: নবাব সিরাজউদ্দৌলা।


৩. ঘসেটি বেগম কে ছিলেন? 

উত্তর: আলীবর্দী খানের কন্যা এবং নবাব সিরাজউদ্দৌলার খালা।


৪. নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে সন্ধি হয় কখন? 

উত্তর: ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি। 


৫. নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী? 

উত্তর: মীর্জা মুহাম্মদ।


৬. সিরাজউদ্দৌলা কে ছিলেন? 

উত্তর: আলীবর্দী খানের দৌহিত্র।


৭. সিরাজউদ্দৌলার হত্যাকারী কে?

উত্তর: মোহাম্মদ বেগ।


৮. সিরাজউদ্দৌলার পিতার নাম কী? 

উত্তর: মীর্জা মুহাম্মদ হাশিম জয়নুদ্দিন খান।


৯. সিরাজউদ্দৌলার মাতার নাম কী?

উত্তর: আমেনা বেগম।


১০. নবাব সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন? 

উত্তর: ১৭৫৬ সালে ২৩ বছর বয়সে।


১১. নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকাল কত? 

উত্তর: ১৭৫৬ সালে থেকে ১৭৫৭ সাল।


১২. নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী? 

উত্তর: লুৎফুন্নেসা।


১৩. সিরাজের মৃত্যুর কত বছর পর তার স্ত্রী লুৎফুন্নেসা মারা যান? 

উত্তর: ৩৪ বছর পর ১৭৯০ সালে।


১৪. নবাব সিরাজউদ্দৌলার মা আমেনা বেগম এবং তার খালা ঘসেটি বেগমকে কোন প্রাসাদে আটক করে রাখা হয়? 

উত্তর: ঢাকার জিঞ্জীরা প্রাসাদে।


১৫. মীর জাফর কে ছিলেন? 

উত্তর: পলাশীর যুদ্ধের প্রধান সেনাপতি। 


আরও পড়ুন: ছয় দফা কর্মসূচি কী/ছয় দফা আন্দোলন কী এবং কবে ঘোষনা করা হয়? ছয় দফা আন্দোলনের দাবি ছয়টি কি কি?

Post a Comment

1 Comments