তোমার চোখের কোলে যদি ~ সাদাত হোসাইন। কবিতা - তোমার চোখের কোলে যদি। সাদাত হোসাইনের কবিতা
তোমার চোখের কোলে যদি
সাদাত হোসাইন
তোমার চোখের জলে যদি,
হঠাৎ অন্য কোনো নদী,
এসে জলের ছোঁয়া সাধে?
যদি হঠাৎই পথ ভুলে,
কোনো উদাস বাউন্ডুলে,
তোমার পথেই ঘর বাঁধে?
তুমি ভুলবে তখন কাকে?
আমি একলা থাকা পাখি,
না হয় আবার একলা থাকি,
না হয় আদ্যোপান্ত তোমায়,
অন্য কোথাও জমা রাখি।
তোমার সেই গল্পে থাকুক,
আমার এই গল্প বাকী।
কবিতাটি লেখকের ফেসবুক প্রোফাইল হতে সংগৃহীত।
ফেসবুক প্রোফাইল: লেখক সাদাত হোসাইন।
আরও পড়ুন: আমার কোনো বন্ধু নেই - সাদাত হোসাইন। সাদাত হোসাইনের কবিতা