১১ দফা কর্মসূচী কী / ১১ দফা আন্দোলন কী এবং কবে ঘোষনা করা হয়? ১১ দফা কর্মসূচির ১১টি দাবি কি কি?
১১ দফা কর্মসূচী কী / ১১ দফা আন্দোলন কী?
১৯৬৯ সালে পূর্ব-পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদের অধিকাংশই কারাগারে আটক ছিলেন। ফলশ্রুতিতে সরকারবিরোধী আন্দোলনে ভাটার লক্ষণ দেখা দেয়। এসময় ছাত্র সম্প্রদায়ের মধ্যে প্রবলভাবে নতুন উদ্দীপনার সঞ্চার হয়। তখন ১৯৬৯ সালের জানুয়ারি মাসে সকল মত ও আদর্শের অনুসারী ছাত্রদের নিয়ে গঠিত হয় ছাত্র সংগ্রাম কমিটি।
এই ছাত্র সংগ্রাম কমিটির উদ্দ্যোগেই ১৯৬৯ সালের ৪ জানুয়ারি ভবিষ্যৎ কর্মসূচি হিসেবে ঘোষনা করা হয় ১১ দফা দাবি।
১১ দফা কর্মসূচির ১১টি দাবি কি কি?
১. জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয় কালাকানুন বাতিল ঘোষনা এবং ছাত্র বেতন ও অন্যান্য ফি কমিয়ে ব্যয় সংকোচন।
২. সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।
৩. ছয় দফা দাবির ভিত্তিতে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন।
৪. বেলুচিস্তান, সিন্ধু ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে স্বায়ত্তশাসন দানের পর পশ্চিম পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা।
৫. ব্যাংক, বিমা ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ।
৬. কৃষকদের খাজনা ও করের বোঝা লাঘব, বকেয়া ঋণ মওকুফ, সার্টিফিকেট প্রথা বাতিল এবং পাট ও আখের ন্যায্যমূল্য প্রদান।
৭. শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস প্রদান এবং তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা।
৮. পূর্ব বাংলায় স্থায়ী নিয়ন্ত্রণ এবং পানি সম্পদের পূর্ণ সদ্ব্যবহারের ব্যবস্থা।
৯. জরুরী অবস্থান সহ জননিরাপত্তা আইন, জরুরী ও অন্যান্য দমনমূলক আইন রহিতকরণ।
১০. স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ এবং 'সিয়াটো' ও 'সেন্টো' নামক সামরিক জোট থেকে বের হয়ে আসা।
১১. সকল রাজবন্দির মুক্তি এবং তথাকথিত আগরতলা ষরযন্ত্র মামলা সহ সকল রাজনৈতিক মামলার অবসান এবং সকল গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার।
আরও পড়ুন: সম্রাট শাহজাহান সম্পর্কে গুরুত্বপূর্ণ ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর