সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে গুরুত্বপূর্ণ ১১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
সম্রাট আওরঙ্গজেব
১. সম্রাট আওরঙ্গজেবের পিতার নাম কী?
উত্তর: সম্রাট শাহজাহান।
২. সম্রাট আওরঙ্গজেব কখন সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: ২১ জুলাই ১৬৫৮ খ্রিষ্টব্দে।
৩. সম্রাট আওরঙ্গজেব কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তর: ৪৯ বছর।
৪. সম্রাট আওরঙ্গজেবের সেনাপতির নাম কী?
উত্তর: মীর জুমলা।
৫. 'ফতুয়াই আলমগীর' রচনা করেন কে?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব।
৬. কোন মুঘল সম্রাটকে 'জিন্দাপীর' বলা হয়?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব।
৭. সম্রাট আওরঙ্গজেব কত তম মুঘল সম্রাট?
উত্তর: ষষ্ঠ (৬)।
৮. সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল কত?
উত্তর: ৩১ জুলাই ১৬৫৮ থেকে ৩ মার্চ ১৭০৭।
৯. সম্রাট আওরঙ্গজেবের জন্ম হয় কত সালে?
উত্তর: ৪ নভেম্বর ১৬১৮ খ্রিষ্টব্দ।
১০. সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে?
উত্তর: ৩ মার্চ ১৭০৭।
১১. সম্রাট আওরঙ্গজেবের মাতার নাম কী?
উত্তর: মমতাজ।
আরও পড়ুন: সম্রাট শাহজাহান সম্পর্কে গুরুত্বপূর্ণ ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর