সম্রাট শাহজাহান সম্পর্কে গুরুত্বপূর্ণ ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 


সম্রাট শাহজাহান সম্পর্কে গুরুত্বপূর্ণ ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সম্রাট শাহজাহান

১. সম্রাট শাহজাহানের পিতার নাম কী?

উত্তর: সম্রাট জাহাঙ্গীর।

২. শাহজাহান শব্দের অর্থ কী?

উত্তর: বিশ্ব সম্রাট বা পৃথিবীর রাজা।

৩. সম্রাট শাহজাহানকে কে 'শাহজাহান' উপাধি দেন?

উত্তর: সম্রাট জাহাঙ্গীর।

৪. সম্রাট শাহজাহানের বাল্য নাম কী?

উত্তর: খুররম।

৫. কোন মুঘল সম্রাট 'Prince of Builders' নামে খ্যাত?

উত্তর: সম্রাট শাহজাহান।

৬. সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কী?

উত্তর: মমতাজ।

৭. সম্রাট শাহজাহানের কয় পুত্র এবং নাম কি কি?

উত্তর: সম্রাট শাহজাহানের চার (৪) পুত্র।
  • দারা,
  • সুজা,
  • আওরঙ্গজেব এবং
  • মুরাদ।

৮. তাজমহল কে তৈরি করেন?

উত্তর: সম্রাট শাহজাহান।

৯. তাজমহলেরর স্থপতি কে ছিলেন?

উত্তর: ওস্তাদ ঈশা খাঁ।

১০. তাজমহল কোথায় অবস্থিত?

উত্তর: আগ্রার যমুনা নদীর তীরে।

১১. তাজমহল নির্মাণে ব্যয় হয় কত টাকা?

উত্তর: প্রায় ৩ কোটি টাকা।

১২. সালমার উদ্যান কে নির্মাণ করেন?

উত্তর: সম্রাট শাহজাহান।

১৩. সম্রাট শাহজাহান কত তম মুঘল সম্রাট?

উত্তর: পঞ্চম (৫)।

১৪. সম্রাট শাহজাহানের মায়ের নাম কী?

উত্তর: প্রিন্সেস মনমতি।

১৫. সম্রাট শাহজাহানের রাজত্ব কাল কত?

উত্তর: ১৯ জানুয়ারি ১৬২৮ থেকে ৩১ জুলাই ১৬৫৮ খ্রিষ্টাব্দ।

১৬. সম্রাট শাহজাহানের জন্ম কত সালে?

উত্তর: ৫ জানুয়ারি ১৫৯২ সালে।

১৭. সম্রাট শাহজাহানের মৃত্যু হয় কত সালে?

উত্তর: ২২ জানুয়ারি ১৬৬৬ সালে।

১৮. তাজমহলের নির্মাণ কাল কত?

উত্তর: ১৬৩২-১৬৫৩ খ্রিষ্টাব্দ।

১৯. সম্রাট শাহজাহানের উত্তরসূরি কে?

উত্তর: আওরঙ্গজেব।

২০. সম্রাট শাহজাহানের সমাধি স্থান কোথায়?

উত্তর: তাজমহল।


আরও পড়ুন: সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

Post a Comment

0 Comments