সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
সম্রাট জাহাঙ্গীর
১. সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম কী?
উত্তর: সেলিম।২. সম্রাট জাহাঙ্গীর কত সালে সিংহাসনে অধিষ্ঠিত হন?
উত্তর: ২৪ অক্টোবর ১৬০৫ সালে।৩. সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম কী?
উত্তর: নুরজাহান।৪. নুরজাহান শব্দের অর্থ কী?
উত্তর: জগতের আলো।৫. নুরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর: মেহেরুন্নিসা।৬. কোন সম্রাট নিজের নামে মুদ্রা প্রচলন শুরু করেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।৭. সম্রাট জাহাঙ্গীর কত সালে নুরজাহানকে বিয়ে করেন?
উত্তর: ১৬১১ খ্রিস্টাব্দে।৮. আগ্রার দুর্গের নির্মাতা কে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।৯. সম্রাট জাহাঙ্গীরের পুত্রের নাম কী?
উত্তর: শাহজাহান।১০. সম্রাট জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের কত তম সম্রাট?
উত্তর: চতুর্থ তম ( ১৬০৫ - ১৬২৭ )।১১. সম্রাট জাহাঙ্গীরের পিতার নাম কী?
উত্তর: সম্রাট আকবর।১২. সম্রাট জাহাঙ্গীর নিজেকে কোন উপাধিতে ভূষিত করেন?
উত্তর: নুরুদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী।১৩. সম্রাট জাহাঙ্গীর কত বছর রাজত্ব করেন?
উত্তর: ২২ বছর।১৪. সম্রাট জাহাঙ্গীরের জন্ম কত সালে?
উত্তর: ৩০ আগস্ট ১৫৬৯ খ্রিষ্টাব্দে।১৫. সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয় কত সালে?
উত্তর: ২৮ অক্টোবর ১৬২৭ খ্রিষ্টব্দে।আরও পড়ুন: সম্রাট আকবর সম্পর্কে গুরুত্বপূর্ণ ২১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর