উপভাষা কি? What is Dialect?
ভৌগলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে রূপ বৈচিত্র হয় তা-ই হলো উপভাষা।
একই ভাষা ব্যবহার করে যারা কথা বলে তাদেরকে একই ভাষাভাষী বা একই ভাষিক সম্প্রদায় বলে। আমরা যারা বাংলা ভাষায় কথায় বলি তাদের বাংলাভাষী সম্প্রদায় বলে।
কিন্তু সকলের বলা বাংলা আবার এক নয়।
ভৌগলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারনে এক এলাকা থেকে অন্য এলাকার ভাষার মধ্যে পার্থক্যের সৃষ্টি হয়।
আমাদের প্রত্যেকটি জেলার ভাষাই প্রায় বৈচিত্রপূর্ণ এবং নিজস্ব উপভাষা রয়েছে।
উপভাষায় কথা বলা মোটেও দোষের কিছু নয়। উপভাষা হলো মায়ের মতো। আমাদের মাকে যেমন আমরা শ্রদ্ধা করি তেমনি আমাদের নিজ-নিজ উপভাষাকেও শ্রদ্ধা করতে হবে।
নিচে বাংলাদেশর কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো:
উপভাষিক এলাকা এবং উপভাষার নমুনা
খুলনা-যোশর : অ্যাকজন মানশির দুটো ছাওয়াল ছিল।
বগুরা : অ্যাকজনের দুই ব্যাটা ছৈল আছিল্।
রংপুর : অ্যাকজন মানশের দুইকনা ব্যাটা আছিলো।
ঢাকা : অ্যাকজন মানশের দুইডা পোলা আছিলো।
ময়মনসিংহ : অ্যাকজনের দুই পুৎ আছিল্।
সিলেট : অ্যাক মানশুর দুই পোয়া আছিল্।
চট্টগ্রাম : এগুয়া মানশের দুয়া পোয়া আছিল্।
নোয়াখালী : অ্যাকজনের দুই হুত আছিল্।
উৎস : ষষ্ঠ শ্রেণী ; বাংলা ব্যাকরণ ।