সন্দীপ মহেশ্বরীর রিকমেন্ডেড ১৪ টি বেস্ট মোটিভেশনাল বই। Sandeep Maheswari Recommended Books
'সন্দীপ মহেশ্বরী' মানুষের কাছে একটি পরিচিত নাম। তিনি তার পেশাগত জীবনে একজন সফল ফোটোগ্রাফার।
এবং তিনি ওর্য়াল্ড বেস্ট মোটিভেশনাল স্পিকারদের মধ্যে অন্যতম।
সন্দীপ মহেশ্বরীর নিজের নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে ' Sandeep Maheswari '।
চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ১৬.২ মিলিয়ন ( তারিখ : ১১-০৮-২০২০; সময় : ৮:৫৫ পি. এম )
এবার আসা যাক তার রিকমেন্ডেড বই সমূহের দিকে।
সন্দীপ মহেশ্বরীর রিকমেন্ডেড ১৪ টি বেস্ট মোটিভেশনাল বইয়ের নাম নিচে দেওয়া হলো :
- হু মুভড মাই চেস ~ স্পেনসার জনসন।
- দ্যা ম্যাজিক অফ থিংকিং বিগ ~ দাভিদ জে. শোয়ার্জ।
- থিংক এন্ড গ্রো রিচ ~ নেপোলিয়ন হিল।
- দ্যা পাওয়ার অফ পসিটিভ থিংকিং ~ নোরমান ভিনসেন্ট পিল।
- হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল ~ ডেল কার্নেগী।
- দ্যা সেভেন (৭) হ্যাভিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল ~ স্টেফেন আর. কভি।
- আনলিমিটেড পাওয়ার ~ অ্যান্থনি রবিনস্।
- চিকেন সুপ ফর দ্যা আনস্নিংকএবল সোল।
- মার্কেটিং ম্যানেজমেন্ট ~ ফিলিপ কোটলার।
- সি ইউ অ্যাট দ্যা টপ ~ জিগ জিগলার।
- ইউ ক্যান হিল ইওর লাইফ ~ লৌইসে এল. হে।
- ফ্লো: দ্যা সাইকোলজি অফ অপটিমাল এক্সপেরিয়েন্স ~ মিহলি সিসিক্সেন্টমিহালাই।
- দ্যা আলকেমিস্ট ~ পাওলো কোয়েলহো।
- জোনাথান লিভিংস্টোন সীগাল ~ রিচার্ড বাচ।
সন্দীপ মহেশ্বরীর অফিসিয়াল সাইট থেকে আর্টিকেলটি ইংরেজিতে পড়তে ( এখানে ক্লিক করুন )