মা - কবিতা ~ জসিম ইসলাম। জসিম ইসলামের কবিতা



মা - কবিতা ~ জসিম ইসলাম। জসিম ইসলামের কবিতা


                      মা
              জসিম ইসলাম


মা আমি তো ছোট নেই আর,

শুধু তোমার কাছেই ছোট থাকি বারে-বার।


মা আমি তো হাত দিয়ে খেতেই পারি,

তবুও খাবার মুখে তুলে দেও কেন আবার?


বুঝি তুমি ভালোবাসো আমায় সবার চাইতে বেশি,

তাই তো তোমার আচল তলে সুখের ছায়া খুজি।


মা তুমি শ্রেষ্ট সবার অনেক অনেক দামি,

তোমার তারিফ শেষ হবেনা তুমি তো অন্তর যামী।


খোদার পরে তোমায় আমি আপন করে চিনি,

লক্ষ জনম সেবা করেও থাকবো আমি ঋণি।


অসুখ হলে তুমিই ওষুধ লাগে নাতো কিছু,

সারা জনম তোমার ছায়ার থাকবো পিছু পিছু।


দুঃখ পেলে কোথাও আমি তোমার কাছেই আসি,

সবি ভূলে যাই দেখি যখন তোমার মুখের হাসি।


কত শত ত্যগ কত যাতনা সয়েছো সারাক্ষন,

আমায় পেয়ে সব ভূলেছো দিয়েছো নতুন জীবন। 


ছোট ছোট পা চলতে পারি না বলতে পারিনা কথা,

তুমি শিখিয়েছো চলতে আমায় মুখে দিয়েছো কথা।


মায়া ময়ী তুমি অনুপ্রেরনা তুমি বেচে-থাকার আশ্বাস,

তোমার কারনে এই পৃথিবীতে প্রান খুলে নেই নিঃশ্বাস।


পারবোনা আমি শুধিতে এই ঋণ দিতে পারবোনা প্রতিদান,

খোদার কাছে এই ফরিয়াদ রাখিও মায়ের সম্মান।


আরও পড়ুন: ভালো নেই এই দেশ - জসিম ইসলাম। ভালো নেই এই দেশ কবিতা। জসিম ইসলামের কবিতা

Post a Comment

0 Comments