ভালো নেই এই দেশ - জসিম ইসলাম। ভালো নেই এই দেশ কবিতা। জসিম ইসলামের কবিতা
ভালো নেই এই দেশ
জসিম ইসলাম
এই দেশের মানুষ আজ ভালো নেই,
ভালো নেই আজ আমি..।
বাতাসের সাথে ভেসে আসে কানে
গুমরে কাদা কত-শত মা-বাবার দীর্ঘ শ্বাস,
ক্ষুধার্ত ঐ শিশুটির কান্না আহাজারি..।
এটাই কি আমার সোনার বাংলাদেশ..!
যেখানে একটু ত্রাণ নিয়েও চলে কারা-কারি,
যেখানে ক্ষুধার্ত শিশুটির মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য মা-বাবা সব ভয়-ভীতি লাঞ্ছনা ভূলে গিয়ে দুহাত পাতে...।
কিভাবে পারো তোমরা সেই হাত ফিরিয়ে দিতে..?
কিভাবে পারো তোমরা গরিবের ত্রাণ লুট করতে..?
১কেজি চাল ১পোয়া ডাল এইটুকু কি তোদের শয়না...?
কি জবাব দিবে পরোপারে গেলে, মাথায় কি তোদের যায়না...?
মনে পরে যায় হায়দার স্যারের সেই গানঃ
"আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার...
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...!!
আরোও পড়ুন: নষ্ট মানুষ - জসিম ইসলাম। নষ্ট মানুষ কবিতা। জসিম ইসলামের কবিতা