পরিবার - ওসমান আলী। পরিবার কবিতা। ওসমান আলীর কবিতা


পরিবার - ওসমান আলী। পরিবার কবিতা। ওসমান আলীর কবিতা


     পরিবার
 ওসমান আলী


মা।
কত মিষ্টি একটি নাম,
কোনো কিছুতে হবে কি এর
দাম?

বাবা।
সাহস যুগানোর একমাত্র
হাতিয়ার,
এমন করে সাহস যুগাবে আর,
সাধ্য আছে কার!

ভাই।
গ্রীষ্ম কালে বৃক্ষ তলে যে শান্তিটা
পাই,
ভাই বিহীন এই ধরাতে সেই
বৃক্ষটা নাই।

বোন।
সকল সুখের কেন্দ্রবিন্দু তাকে
ঘিরেই রয়,
খুনসুটিতে বরাবরই তারই হবে
জয়।

আরোও পড়ুনকরোনার ভয় - ওসমান আলী। করোনার ভয় কবিতা। ওসমান আলীর কবিতা

Post a Comment

0 Comments