নষ্ট মানুষ - জসিম ইসলাম। নষ্ট মানুষ কবিতা। জসিম ইসলামের কবিতা



নষ্ট মানুষ - জসিম ইসলাম। নষ্ট মানুষ কবিতা। জসিম ইসলামের কবিতা


              নষ্ট মানুষ
           জসিম ইসলাম


নষ্ট মানুষ ভ্রষ্ট আমি নিকোটিনের ধোয়া,
চাইনা আমি তোদের মাঝে লাগুক আমার ছোয়া...।

নোংরা কাপর,ময়লা জামা,অগোছালো চুল,
আমায় কাছে ডেকে তোরা করিস না আর ভূল..।

জীর্ণ-শীর্ন মানুষ আমি নাইতো বাহু-বল,
আমার দ্বারা তোদের কোন হবেনা সফল..।

নাইতো আমার লেখা পড়া নাইতো  বিদ্যা-জ্ঞান,
আমায় সাথে রাখলে তোদের থাকবেনা সম্মান..।

তোদের আছে সুঠাম দেহ, লেখাপড়ার মান,
আমার মাঝে আছে শুধু বেচে থাকার প্রান..।

দূরেই রাখিস আমায় কভূ ডাকিস নে আর কাছে,
নয়তো শেষে সব হারাবি দুষবি আমায় মিছে...।

আরোও পড়ুন: অব্যক্ত কথা - জসিম ইসলাম। অব্যক্ত কথা কবিত। জসিম ইসলামের কবিতা

Post a Comment

0 Comments