অব্যক্ত কথা - জসিম ইসলাম। অব্যক্ত কথা কবিত। জসিম ইসলামের কবিতা

  


অব্যক্ত কথা - জসিম ইসলাম। অব্যক্ত কথা কবিত। জসিম ইসলামের কবিতা


          অব্যক্ত কথা
         জসিম ইসলাম


কত কথা আজো রয়ে গেল মনে
থেকে গেল কত রাজ...।
বলিবো বলিবো ভাবিতে ভাবিতে
ঘনিয়া আসিছে সাঝ...!

মনে কি আছে সেদিনের কথা
কুয়াশা মোড়ানো দিনে...?
বলেছিলে মোরে ভালোবাসো তুমি
বাচিবোনা তুমি বিনে!

হাতে ছিলো এক গুচ্ছ গোলাপ
রক্ত রঞ্জিত লাল,
চোখ বেয়ে তোমার শিশির কণা
চুমিতে আসিছে গাল!

হতবাক আমি মূর্তির মত
দারিয়েই শুধু রই,
বলিতে পারিনি কত ভালোবাসি
কেমনে যে তারে কই।

অভিমানী চোখে চলে গেলে তুমি
ফিরিলেনা কভূ আর,
হলো নাতো বলা তাই একা পথ চলা
করে ছি কি আমি ভুল।

তাই বুঝি আজ দিতে হলো
এই ভূল গুলোর মাশুল...!

আরোও পড়ুন: লুট পাট - জসিম ইসলাম। লুট-পাট কবিতা। জসিম ইসলামের কবিতা

Post a Comment

0 Comments