লুট পাট - জসিম ইসলাম। লুট-পাট কবিতা। জসিম ইসলামের কবিতা



লুট পাট - জসিম ইসলাম। লুট-পাট কবিতা। জসিম ইসলামের কবিতা


                লুট-পাট
            জসিম ইসলাম


চলছে কি দেশটাতে ভয়ানক কান্ড,
গরিবের আহার সব লুটে নিল ভন্ড।

মুখরিত চারিদিক চিৎকার কান্নায়,
চাল নেই ডাল নেই কি হবে আজ রান্নায়।

দু মুঠো খাবার আশা লজ্জা করে দূর,
হাত পেতে ঘুরছে নিরাশার করুন সুর।

গরিবের আহাজারি তাদের কি কানে যায়,
মনে হয় তারা সব গেছে আজ চিল্লায়।

লুট পাট করবিতো সময় কি চলে যায়,
প্রলয়ের এ সময়ে একটু তো কাছে আয়।

শ্রমিকেরা পথে আজ নেই তার কর্ম,
মালিকেরা চুপ চাপ এই বুঝি ধর্ম।

গর্ধব জনগন হবি কবে সচেতন,
এইবার চোঁখ খুল দেখে নে ত্রিভূবন।


আরোও পড়ুন: এই তো জীবন - জসিম ইসলাম। এই তো জীবন কবিতা। জসিম ইসলামের কবিতা

Post a Comment

0 Comments