চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যে পার্থক্য কী? Difference Between Good tension and Bad tension.


চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যে পার্থক্য কী? Difference Between Good tension and Bad tension.


চিন্তা এবং দুশ্চিন্তা দুই যায়গাতেই  চিন্তা শব্দটি যুক্ত থাকলেও শব্দ দুটোর মানে ভিন্ন রকম।


প্রথমে 'চিন্তা' শব্দটি নিয়ে কথা বলা যাক। 

চিন্তা শব্দটির সামনে যদি আমরা  'সু' বসিয়ে নিই তাহলে হয় 'সুচিন্তা'। এই সুচিন্তা মানুষের সমস্যার সমাধান বের করে। সুচিন্তার ফলে মানুষ জীবনে সফল ও প্রতিষ্ঠিত হয়।


ধরা যাক সামনে আপনার পরীক্ষা। হাতে সময় আর বেশি নেই। কিন্তু আপনি কিছুই পড়েননি। এখন আপনি চিন্তা করছেন কি করা যায়। কি করলে কিংবা কীভাবে পড়লে পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া যাবে এবং সেই অনুযায়ী যদি পড়েন। তবে আশা করা যায় আপনি যদি ভালো রেজাল্ট নাও করেন, ভালোভাবে পাশ করতে পারবেন অবশ্যই ।


এবার কথা বলা যাক 'দুশ্চিন্তা' নিয়ে। দুশ্চিন্তা হলো চিন্তার বিপরীত শব্দ এবং এর অর্থও পুরো উল্টো। দুশ্চিন্তা জীবনে বয়ে নিয়ে আসে হতাশা এবং নিরাশা।


আপনি কোনো সমস্যায় পরে থাকলে দুশ্চিন্তা সেই সমস্যা থেকে উত্তোরণের জন্য কোনো সহায়ক ভূমিকা পালন করবে না।


আমরা যদি উপরের উদাহরণটিই এখানে নিয়ে আসি। তাহলে দেখা যাবে যে, সামনে আপনার পরীক্ষা কিন্তু আপনি কিছুই পড়েননি।  এখন দুশ্চিন্তা করছেন আমার কি হবে? আমি কিছুই পড়িনি।  এবার বুঝি ফেল করবো ইত্যাদি।

তাহলে পরীক্ষার শেষে দেখা যাবে আপনি আশানরুপ কোনো ফলাফল অর্জন করতে পারেননি।


পরিশেষে বলা যায় যে, দুশ্চিন্তা মানুষের সফলতার পথে অন্তরায় হয়ে দারায় এবং সুচিন্তা মানুষের সফলতার পথ সুগম করে দেয়। তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন এবং চিন্তা করুন। সেটা অবশ্যই সুচিন্তা হতে হবে।


আরও পড়ুন : 'সব' ও 'শব' এর মধ্যে পার্থক্য কী?

Post a Comment

0 Comments