'সব' ও 'শব' এর মধ্যে পার্থক্য কী?
সব এবং শব। উচ্চারণগত দিক থেকে শব্দ দুটোর উচ্চারণ একই মনে হলেও বানান এবং অর্থগত দিক থেকে রয়েছে বিস্তর ব্যবধান।
প্রথমে যেই শব্দটি রয়েছে তা শুরু হয়েছে 'স' দিয়ে এবং শব্দটি হচ্ছে 'সব'। এই 'সব' এর মানে হচ্ছে সমস্ত কিছু বা সকল কিছু।
যেমন: লোকটি সমস্ত খাবার একাই খেয়ে ফেললো।
পরে যেই শব্দটি রয়েছে তা শুরু হয়েছে 'শ' দিয়ে এবং শব্দটি হচ্ছে 'শব'। এই 'শব' এর মানে হচ্ছে 'মরা' বা 'মৃতদেহ'।
এক কথায় বললে, এই 'সব' মানে হচ্ছে সমস্ত বা সকল। এবং এই 'শব' মানে হচ্ছে মরা বা মৃতদেহ।
আরও পড়ুন : মহাকাব্য কী / মহাকাব্য কাকে বলে? মহাকাব্য কত প্রকার ও কি কি?