এইচএসসি পরীক্ষা ২০২০ কবে থেকে শুরু হবে? hsc exam 2020 news update
২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কপালটা খুবই খারাপ। শুধু তাদেরই নয়, পুরো বিশ্ববাসীর জন্য এই ২০২০ সালটা নানা দুঃখ দুর্দশা বয়ে নিয়ে এসেছে।
'করোনা ভাইরাস' নামক অপরিচিত এক মেহমানের হঠাৎ আগমনে উলট পালট হয়ে গেছে মানুষের সাধারণ জীবনযাপন। সেই সাথে পিছিয়ে গিয়েছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাও।
গতকাল বৃহস্পতিবার ( ২০ আগষ্ট ) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ এবং পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে জড়িত আছেন আরও কয়েক লাখ মানুষ। এতগুলো লোককে ঝুকিতে ফেলা যায় না।
তাই পরিবেশ যখন অনুকুলে আসবে পরীক্ষার সিদ্ধান্ত তখন নেওয়া হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানও খোলা হবে তখনই।
পরিবেশ অনুকুলে আসলে শিক্ষার্থীদের ১৫ দিন সময় দিয়ে পরীক্ষার সময় ঘোষনা করা হবে।