মেঘনাদবধ কাব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর।
প্রশ্ন - ১ : মেঘনাদবধ কাব্যের রচিয়তা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন - ২ : মেঘনাদবধ কাব্য প্রাকাশিত হয় কত সালে?
উত্তর : ১৮৬১ সালে।
প্রশ্ন - ৩ : মেঘনাদবধ কাব্যে মোট কয়টি সর্গ আছে?
উত্তর : ৯ টি সর্গ আছে। সর্গগুলো হচ্ছে :
- অভিষেক।
- অস্ত্রলাভ।
- সমাগম।
- অশোকবন।
- উদ্যোগ।
- বধ।
- শক্তিনির্ভেদ।
- প্রেতপুরী।
- সংস্ক্রিয়া।
প্রশ্ন - ৪ : মেঘনাদবধ কোন ধরনের কাব্য?
উত্তর : সাহিত্যিক মহাকাব্য।
প্রশ্ন - ৫ : মেঘনাদবধ কাব্যে মেঘনাদের মৃত্যু ঘটে কোন সর্গে?
উত্তর : ৬ষ্ঠ সর্গে।
প্রশ্ন - ৬ : মেঘনাদবধ কাব্য কোন ছন্দে রচিত?
উত্তর : অক্ষরবৃত্ত অমিত্রাক্ষর ছন্দে রচিত।
প্রশ্ন - ৭ : মেঘনাদবধ কাব্যের সময়কাল কত?
উত্তর : ২ দিন ৩ রাত।
প্রশ্ন - ৮ : মেঘনাদবধ কাব্যে বীর-চূড়ামণি বলতে কাকে বোঝেনা হয়েছে?
উত্তর : বীর-চূড়ামণি বলতে বীরবাহুকে বোঝানো হয়েছে।
প্রশ্ন - ৯ : মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্য সম্পর্কে কী উক্তি করেছিলেন?
উত্তর : Three truths Greek.
প্রশ্ন - ১০ : মেঘনাদবধ কাব্যে কোন ধরনের রস প্রাধান্য পেয়েছে?
উত্তর : করুণ রস ও বীররস।
প্রশ্ন - ১১ : মেঘনাদবধ কাব্যে সীতাকে কোন বনে বন্দী করে রাখা হয়েছিল?
উত্তর : অশোকবনে।
প্রশ্ন - ১২ : মেঘনাদবধ কাব্যে মেঘনাদের মৃতদেহ সৎকারের জন্য কতদিন যুদ্ধ বিরতি ছিল?
উত্তর : ৭ দিন।
প্রশ্ন - ১৩ : মেঘনাদবধ কাব্যের নায়ক কে?
উত্তর : রাবণ।
প্রশ্ন - ১৪ : মেঘনাদবধ কাব্যে মৃত্যুঞ্জয় কে?
উত্তর : লক্ষণ।
প্রশ্ন - ১৫ : মেঘনাদবধ কাব্যে মেঘনাদের যজ্ঞাগারের নাম কী?
উত্তর : নিকুম্ভিলা যজ্ঞাগার।
প্রশ্ন - ১৬ : মেঘনাদবধ কাব্যে মহাকাব্য কয়টি ও কি কি?
উত্তর : ৪ টি।
- রামায়ণ।
- মহাভারত।
- ওডিসি।
- ইলিয়ড।
প্রশ্ন - ১৭ : মেঘনাদের মায়ের নাম কী?
উত্তর : মন্দোদরী দেবী।
প্রশ্ন - ১৮ : মেঘনাদের শোকে লঙ্কাবাসী কয়দিন ধরে কেঁদেছিল?
উত্তর : ১০ দিন ধরে।
প্রশ্ন - ১৯ : মেঘনাদকে লক্ষণ কীভাবে বধ করেছিল?
উত্তর : ছুরিকাঘাতে।
প্রশ্ন - ২০ : মেঘনাদবধ কাব্যে দস্যু রত্নাকর কে?
উত্তর : রামায়ণের রচিয়তা বাল্মীকি ও বরুণের পুত্র।
আরও পড়ুন : মুঘল সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
মেঘনাদ এর মায়ের নাম প্রভাষা নয়????
ReplyDeleteHelpful
ReplyDelete