অনুচ্ছেদ রচনা : ছবি আঁকা
ছবি আঁকা
মানুষ ভাবতে ভালোবাসে। মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল। তবে মানুষের আঁকা সবথেকে পুরোনো ছবির কথা জানা যায়। ১৮৭৯ খ্রিষ্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। যেকোনো মানুষই ছবি আঁকে। এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনো দিন ছবি আঁকেনি। যে কোনো ছবি, হতে পারে তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঠাল, পেপে এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছু ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মাধ্যমে। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছে শুধু ছবি এঁকে।
আরও পড়ুন : অনুচ্ছেদ রচনা কি / অনুচ্ছেদ রচনা কাকে বলে? অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম।
Thank you ami valo moto porikha site parsi 😊
ReplyDeleteSo good
ReplyDeleteআপনাদের জন্য আমি ভাল করে পরতে পারসি thanks🥰🥰
ReplyDelete