অনুচ্ছেদ রচনা কি / অনুচ্ছেদ রচনা কাকে বলে? অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম।
অনুচ্ছেদ রচনা কি / অনুচ্ছেদ রচনা কাকে বলে?
বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভম হয় না।
এজন্য প্রয়োজন একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টিই অনুচ্ছেদ।
অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম :
অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায়।
অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম আছে। নিয়ম গুলো নিচে দেওয়া হলো:
- একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না।
- সুশৃঙ্খল ভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
- অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।
- একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
- যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।
আরও পড়ুন : অনুচ্ছেদ রচনা : ছবি আঁকা ( একটি অনুচ্ছেদ রচনা )
তথ্যসূত্র : ষষ্ঠ শ্রেণীর বাংল ব্যাকরণ