যুক্তবর্ণ কি / যুক্তবর্ণ কাকে বলে? সকল যুক্তবর্ণের নামের তালিকা ( উহাহরণ সহ )
যুক্তবর্ণ কি / যুক্তবর্ণ কাকে বলে?
একাধিক ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপ বা সমষ্টিকেই যুক্তবর্ণ বলা হয়।
সকল যুক্তবর্ণের নামের তালিকা ( উহাহরণ সহ )
- শ্চ = শ্ + চ ; যেমন: আশ্চর্য।
- ঙ্খ = ঙ্ + খ ; যেমন: শৃঙ্খল।
- ম্প = ম্ +প ; যেমন: সম্পাদনা।
- ন্দ = ন্ + দ ; যেমন: আনন্দ।
- স্ত = স্ + ত ; যেমন: সস্তা।
- ত্র = ত্ + র ; যেমন: পত্র।
- ষ্ণ = ষ্ + ণ ; যেমন: কৃষ্ণ।
- ঞ্চ = ঞ্ + চ ; যেমন: অঞ্চল।
- ঞ্ছ = ঞ্ + ছ ; যেমন: লাঞ্ছনা।
- ক্ষ = ক্ + ষ ; যেমন: কক্ষ।
- ত্থ = ত্ + থ ; যেমন: উত্থান।
- হ্ম = হ্ + ম ; যেমন: ব্রাহ্মণ।
- ক্র = ক্ + র ; যেমন: ক্রমশ।
- হ্ন = হ্ + ন ; যেমন: বহ্নি।
- জ্ঞ = জ্ + ঞ ; যেমন: জ্ঞান।
- গ্ধ = গ্ + ধ ; যেমন: মনোমুগ্ধকর।
- ঞ্জ = ঞ্ + জ ; যেমন: অঞ্জলি।
- ক্ত = ক্ + ত ; যেমন: রক্ত।
- ঙ্ক = ঙ্ + ক ; যেমন: অঙ্ক।
- ঙ্গ = ঙ্ + গ ; যেমন: বঙ্গ।
- ট্ট = ট্ + ট ; যেমন: চট্টগ্রাম।
- ত্ত = ত্ + ত ; যেমন: বিত্ত।
- ণ্ড = ণ্ + ড ; যেমন: কাণ্ড।
- দ্ধ = দ্ + ধ ; যেমন: যুদ্ধ।
- ভ্র = ভ্ + র ; যেমন: ভ্রমর।
- ন্ধ = ন্ + ধ ; যেমন: সন্ধান।
- ভ্রূ= ভ্ + র্ + ঊ ; যেমন: ভ্রূক্ষেপ।
- রু = র্ + উ ; যেমন: রুপা।
- রূ = র্ + ঊ ; যেমন: রূপ।
- শ্রু = শ্ + র্ + উ ; যেমন: অশ্রু।
- শু = শ্ + উ; যেমন: বিশুদ্ধ।
- শ্রূ = শ্ + র্ + ঊ ; যেমন: শুশ্রূষা।
- ষ্ম = ষ্ + ম ; যেমন: গ্রীষ্ম।
- স্থ = স্ + থ ; যেমন: স্থান।
- হ্ণ = হ্ + ণ ; যেমন: অপরাহ্ণ।
- হৃ = হ্ + ঋ ; যেমন: হৃদয়।
- হু = হ্ + উ ; যেমন: হুকুম।
- চ্ছ = চ্ + ছ ; যেমন: ইচ্ছা।
- শ্ব = শ্ + ব ; যেমন: শ্বাস।
- দ্র = দ্ + র ; যেমন: দরিদ্র।
- স্ব = স্ + ব ; যেমন : স্বর।
- ধ্ব = ধ্ + ব ; যেমন: ধ্বনি।
- ব্দ = ব্ + দ ; যেমন: শব্দ।