ভাষা কি/ভাষা কাকে বলে কত প্রকার ও কি কি ? ( বিস্তারিত )



ভাষা কি/ভাষা কাকে বলে কত প্রকার ও কি কি ? ( বিস্তারিত )


ভাষা কি/ভাষা কাকে বলে?


বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনিসমষ্টি কোনো মানুষের ভাবের প্রকাশ করলে তাকে ভাষা বলা হয়।

পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে।  এসব প্রাণী থেকে মানুষকে আলাদা করা হয়েছে শুধুমাত্র তার বুদ্ধীমত্তা দ্বারা। এবং এই প্রাণীকূলের মাঝে শুধু মানুষই তাদের মনের ভাব, আকাঙ্খা, চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি প্রকাশের জন্য ভাষার ব্যবহার করে। মানুষ একজন আরেক জনের  সাথে কথা বলে ভাষা ব্যবহারের মাধ্যমে।

ভাষা কত প্রকার ও কি কি?

ভাষা দুই প্রকার। যথা:

  • মৌখিক ভাষা ও
  • লিখিত ভাষা।


মৌখিক ভাষা কী ?

যে ভাষায় কোনো লিখন ব্যবস্থা নেই তাকেই মৌখিক ভাষা বলা হয়। আদিতে লিখিত ভাষার প্রচলন ছিল না। মানুষ তখন মনের ভাব প্রকাশ করত শুধু মৌখিক ভাষার দ্বারা। এখনো পৃথিবীর অনেক ভাষা শুধু মৌখিক অবস্থাতেই রয়েছে।

লিখিত ভাষা কী?

যে ভাষার লিখন ব্যবস্থা রয়েছে তাকেই লিখিত ভাষা বলে।

মানুষ মারা গেলে পরে তার সম্পর্কে জানতে কিংবা তার জ্ঞান, অভিজ্ঞতা, উপলব্ধি সম্পর্কে  জানার তেমন কোনো সুযোগ থাকে না মৌখিক ভাষার সীমাবদ্ধতার জন্যে।

কিন্তু লিখিত ভাষায় লিখন ব্যবস্থার ফলে মানুষ মারা গেলেও বেঁচে থাকে তার ভাষার মাধ্যমে।

ভাষার লিখন ব্যবস্থা কত প্রকার ও কী কী?


ভাষার লিখন ব্যবস্থা তিন প্রকার। যথা:

  • বর্ণভিত্তিক,
  • অক্ষরভিত্তিক ও
  • ভাবাত্মক।


বর্ণভিত্তিক :

বিশ্বের অনেক ভাষারই বর্ণ আছে। যেমন: বাংলা, ইংরেজি,হিন্দি ইত্যাদি। এসব ভাষার লিখন ব্যবস্থা হচ্ছে বর্ণভিত্তিক।

অক্ষরভিত্তিক :

অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষরভিত্তিক লিখনরীতি বলে ।
যেমন: জাপানি ভাষা।

ভাবাত্মক :

বিশ্বে এমন কিছু ভাষা রয়েছে যেগুলো লিখতে বর্ণ বা অক্ষর কোনোটিই ব্যবহার করা হয় না। অনেকটা ছবি একে এসব ভাষা লেখা হয়। একেই ভাবাত্মক লেখনরীতি বলে।
যেমন : চীনা ভাষা ও কোরীয়া ভাষা।

Post a Comment

2 Comments
  1. ভাষা সম্পর্কে সুন্দর লিখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। bangla all news

    ReplyDelete