লায়লী - মজনু কাব্য নিয়ে প্রয়োজনীয় জ্ঞান মূলক প্রশ্ন



লায়লী - মজনু কাব্য নিয়ে প্রয়োজনীয় জ্ঞান মূলক প্রশ্ন :


জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো:


♦ " লায়লী - মজনু " কাব্য রচনা করেছেন কোন কবি?


উ: দৌলত উজির বাহরাম খাঁ।

♦ " লায়লী - মজনু " কাব্য প্রাকাশিত হয় কত সালে?


উ: ১৯৫৭ সালে।

♦ " লায়লী - মজনু " কাব্যটি কোন ধরনের কাব্য?


উ: বিয়োগাত্মক রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য।

♦ " লায়লী - মজনু " কাব্যের সম্পাদক কে?


উ: ড. আহম্মদ শরীফ।


♦ " লায়লী - মজনু " কাব্যের নায়ক কে?


উ: মজনু।

♦ " লায়লী - মজনু " কাব্যে মজনুর প্রকৃত নাম কী?


উ: কএস।

♦ " লায়লী - মজনু " কাব্যে মজনুর বাবার নাম কী?


উ: আমির।

♦ " লায়লী - মজনু " কাব্যে মজনু বনবাসে গিয়েছিল কোন বনে?


উ: নজদ বনে।

♦ " লায়লী - মজনু " কাব্যের নায়িকা কে?


উ: লায়লী।

♦ " লায়লী - মজনু " কাব্যে লায়লীর বাবার নাম কী?


উ: মালিক।

♦ " লায়লী - মজনু " কাব্যে লায়লীর মায়ের নাম কী?


উ: সুমতি।

♦ লায়লী - মজনুর প্রেমের শুরু কথায় থেকে?


উ: পাঠশালা থেকে।

♦ মজনু শব্দের অর্থ কী?


উ: পাগল প্রেমিক।

♦ " লায়লী - মজনু " কাব্যে মজনুর মৃত্যু হয় কথায়?


উ: লায়লীর কবরের পাশে মজনুর মৃত্যু হয়।

♦ " লায়লী - মজনু " কাব্যে লায়লীর বিয়ে হয় কার সাথে? 


উ: ' ইবনে সালাম ' নামক যুবকের সাথে।

♦ " লায়লী - মজনু " কাব্যে হেতুবতী কে?


উ: লায়লীকে বিয়েতে রাজি করাতে লায়লীর মা যাকে নিয়োগ করেছিল তার নাম হেতুবতী।

♦ " লায়লী - মজনু " কাব্যে নজদ বনে কোন রাজা শিকারে যান?


উ: নয়ফল রাজা।

♦ মজনুকে বিষ পান করিয়ে মারতে চেয়েছিল কে?


উ: নয়ফল রাজা।

♦ লাইলী মজনু কোন দেশের কাহিনি ?


উ: আরবের।

♦ লাইলি মজনু কি সত্য কাহিনি ? 


উ: এই কাহিনির সত্যতার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।


Post a Comment

0 Comments