হুমায়ুন আজাদের পরিচিতি ও জীবনী ( জন্ম, মৃত্যু, শিক্ষা, কর্ম, সাহিত্য, পুরস্কার )
১৯৪৭ সালের ২৮ ষে এপ্রিল ( ১৪ বৈশাখ ১৩৫৪ ) মন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত তৎকালীন বিক্রমপুরের কামারগায় জন্ম গ্রহন করেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের জন্ম নাম ছিল হুমায়ুন কবীর। হুমায়ুন আজাদের পূর্বের নামটি পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয় ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর।
হুমায়ুন আজাদের পিতা ও মাতার নাম আব্দুর রাশেদ ও জোবেদা খাতুন। পিতা ছিলেন প্রথমে বিদ্যালয়ের শিক্ষক, পরে পোস্টমাস্টার। মাতা ছিলেন গৃহিণী।
হুমায়ুন আজাদ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, ও গবেষক।
হুমায়ুন আজাদের শিক্ষাজীবন :
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকের জন্য ভর্তি হোন ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে।
১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে বাংলা বিভাগে ভর্তি হোন হুমায়ুন আজাদ।
১৯৬৭ সালে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর একই বিভাগ থেকে ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
হুমায়ুন আজাদ এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
হুমায়ুন আজাদের কর্মজীবন :
চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে ১৯৬৯ সালে হুমায়ুন আজাদের কর্মজীবনের শুরু হয়।
মাত্র এক বছরের ব্যবধানে ১৯৭০ সালের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রভাষক হিসেবে হুমায়ুন আজদ নিযুক্ত হোন।
এরপর হুমায়ুন আজাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন একই সালের ১২ ডিসেম্বর।
হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন ১ নভেম্বর ১৯৭৮ সালে এবং ১৯৮৬ সালে অধ্যাপক পদে উন্নীত হয়।
হুমায়ুন আজাদের সাহিত্যকর্ম :
সাহিত্য জগতে হুমায়ুন আজাদের হাতেখড়ি হয় কবিতার মাধ্যমে।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থের সংখ্যা ৭ টি।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থথগুলোর নামের তালিকা:
- অলৌকিক ইস্টিমার ( ১৯৭৩ )।
- জ্বলো চিতাবাঘ ( ১৯৮০ )।
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে ( ১৯৮৫ )।
- যতোই গভীরে যাই মধু যতোই উপরে যাই নীল ( ১৯৮৭ )।
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ( ১৯৯০ )।
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ( ১৯৯৭ )।
- পেরোনার কিছু নেই ( ২০০৪ )।
হুমায়ুন আজাদের উপন্যাসের সংখ্যা ১২ টি।
হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর নামের তালিকা :
- ছাপ্পন্ন হাজার বর্গমাইল ( ১৯৯৪ )।
- সবকিছু ভেঙে পড়ে ( ১৯৯৫ )।
- মানুষ হিসেবে আমার অপরাধ সমূহ।
- ১০,০০০ এবং আরও ১ টি ধর্ষণ ( ২০০২ )।
- পাক সার জমিন সাদ বাদ ( ২০০৪ )।
এছারাও হুমায়ুন আজাদের কিশোর সাহিত্য, ছোট গল্প, ভাষাবিজ্ঞান বিষয়ক একাধিক বই রয়েছে।
হুমায়ুন আজাদকে প্রদানকৃত পুরস্কার ও সন্মাননা সমূহ:
- বাংলা একাডেমি পুরস্কার ( ১৮৮৬ )।
- অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ( ১৯৮৬ )।
- মার্কেন্টাইল পুরস্কার ( ২০০৪ )।
- একুশে পদক, মরণোত্তর ( ২০১২)।
হুমায়ুন আজাদের জীবনাবসান ঘটে ২০০৪ সালের ১১ আগস্ট ( ২৬ শ্রাবণ : ১৪২১ )।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের পরিচিতি। Biography of Humayun Ahmed